—প্রতীকী চিত্র।
রথযাত্রা উপলক্ষে আজ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার কিছু অংশে যানজট হতে পারে। ইস্কনের রথ পথে নামার মুহূর্তে, দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঙ্গারফোর্ড স্ট্রিটে থাকার কথা। ইস্কন কর্তৃপক্ষের দাবি, দেশি-বিদেশি ভক্তদের নিয়ে কয়েক লক্ষ মানুষের ভিড় হবে কলকাতার রথে। ‘‘ভিড়ের নিরিখে পুরীর পরে কলকাতার ইস্কনের রথই দুনিয়ার সব থেকে বড় রথযাত্রা’’— বলছিলেন ইস্কনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
ইস্কন ও পুলিশ সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড হয়ে শরৎ বসু রোড ধরে যাবে ইস্কনের রথ। হাজরা হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে এক্সাইড মোড় পেরিয়ে তা যাবে পার্ক স্ট্রিট মোড়ের দিকে। উট্রাম রোড হয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ব্রিগেড প্যারেড মাঠে গিয়েই থামবে। ২৮ জুন অন্য একটি রুটে উল্টোরথ যাত্রার পরে বিগ্রহ অ্যালবার্ট রোডে ইস্কনের মন্দিরে ফিরে আসবে। ২০-২৮ জুন রথে নানা অনুষ্ঠান, নামগানের আয়োজন করেছেন ইস্কন কর্তৃপক্ষ।
কলকাতাবাসী ওড়িয়া জনসংখ্যার একাংশও খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে রথ নিয়ে ভবানীপুরে নর্দার্ন পার্কের দিকে যাবেন। বেলা দেড়টা নাগাদ এই রথ চলাচল শুরু হবে। ইস্কনের রথের নানা আচার-অনুষ্ঠান তথা জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথারোহণ (পাহুন্ডি বিজে) এ দিন সকাল ৮টা থেকে শুরু হবে। রীতিমাফিক চিৎপুরের যাত্রাপাড়ার নতুন মরসুমের বায়নাও রথের দিনই শুরু হয়। সেই উপলক্ষে বাগবাজারের ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে যাত্রা অ্যাকাডেমির অনুষ্ঠানও বেলা সাড়ে ১২টায় শুরু হবে। সেখান উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy