Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হেস্টিংসে ট্যাক্সি চালকের রহস্য-মৃত্যু

মৃতের বন্ধু দেবেন্দ্র রাজবংশীর দাবি, রবিবার রাতে সন্তোষ তাঁকে ফোন করেছিলেন। দেবেন্দ্রর অভিযোগ, তিনি কিছু বলার আগেই অন্য কেউ ফোন কেড়ে গালিগালাজ করতে থাকে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৯
Share: Save:

ফের হেস্টিংস এলাকায় মৃত্যু হল এক ট্যাক্সিচালকের। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ, সেন্ট জর্জেস রো়ডে। মৃতের নাম সন্তোষ রাজবংশী (৩০)। তাঁর পরিবারের অভিযোগ, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে সন্তোষকে। যদিও রাত পর্যন্ত ওই যুবকের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে পুলিশ দাবি করেছে, দুর্ঘটনায় মারা গিয়েছেন ওই চালক।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে প্রিন্সেপ ঘাটের দিকে আসছিলেন সন্তোষ। ট্যাক্সির কিছু সমস্যা হওয়ায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। তখনই আর একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে ওই চালককে মৃত ঘোষণা করা হয়। প্রসঙ্গত, শনিবার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু র‌্যাম্পে এমনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পীতাম্বর যাদব (৩৫) নামে এক অ্যাপ-ক্যাব চালক। গা়ড়িতে ধাক্কা লাগায় তিনি নেমে আঘাতের ধরন বুঝতে গিয়েছিলেন। তখন আর একটি গাড়ির ধাক্কায় মারা যান তিনি।

সন্তোষের দাদা গোরেলাল রাজবংশী সোমবার বলেন, ‘‘রবিবার রাত সওয়া ১১টা নাগাদ ভাই ওর এক বন্ধুকে ফোন করে। তখনই বোঝা গিয়েছিল, কারও সঙ্গে গোলমাল হয়েছে। তার পর থেকে ওর মোবাইল বন্ধ। রাত দু’টো নাগাদ ভাইয়ের মৃত্যু সংবাদ পাই।’’

মৃতের বন্ধু দেবেন্দ্র রাজবংশীর দাবি, রবিবার রাতে সন্তোষ তাঁকে ফোন করেছিলেন। দেবেন্দ্রর অভিযোগ, তিনি কিছু বলার আগেই অন্য কেউ ফোন কেড়ে গালিগালাজ করতে থাকে। হঠাৎই ফোন কেটে যায়। তার পরে বহু বার ফোন করেও সা়ড়া মেলেনি। পরিবারের দাবি, কোনও যাত্রীর সঙ্গে বচসার জেরে সন্তোষকে খুন করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে সিসিটিভি নেই। কিন্তু আগে-পরের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। গাফিলতির দায়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। তবে মৃতের পরিবার অভিযোগ করলে খুনের মামলা রুজু করে তদন্ত হবে।

অন্য বিষয়গুলি:

Taxi driver Hastings unusual death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE