বাজেয়াপ্ত অচল টাকা। বৃহস্পতিবার। — নিজস্ব চিত্র
ঠিক যেন সিনেমা। দুপুর সাড়ে বারোটা নাগাদ বাগুইআটির ফয়রা ভবনের মোড়ে সাদা গাড়িটি এসে দাঁড়াতেই পুলিশ ঘিরে ফেলল সেটিকে। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে গিয়ার বক্সের সামনে থেকে পাওয়া গেল শাড়ির দোকানের একটি ব্যাগ। যার ভিতর থেকে উদ্ধার হল প্রায় সাড়ে ১২ লক্ষের কাছাকাছি মূল্যের বাতিল টাকার বাণ্ডিল। গ্রেফতার করা হল গাড়ির ভিতরে থাকা দুই যুবককেও। ধৃতদের বিরুদ্ধে চোরাই সম্পত্তি বহনের অভিযোগ দায়ের করেছে পুলিশ।
বুধবার ব্রেবোর্ন রোডের পরে বৃহস্পতিবার বাগুইআটি থেকে বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোটের বাণ্ডিল বাজেয়াপ্ত করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলশের অনুমান, এই টাকা কালো থেকে সাদা করার উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিল। হর্ষ বৈদ ও ললিত বৈদ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে সাদা গাড়িটিকেও। হর্ষ সল্টলেকের জিডি ব্লকের বাসিন্দা। ললিতের বাড়ি গিরিশ পার্কের কেষ্টদাস পাল লেনে। বুধবার কলকাতায় ব্রেবোর্ন রোডে একটি ট্যাক্সির ভিতর থেকে ৮০ লক্ষ টাকার পরিত্যক্ত নোট বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ। ওই ঘটনাতেও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে আগে থাকতেই বাগুইআটি থানার পুলিশ নজর রাখতে শুরু করে। বিধাননগরের পুলিশ কমিশনারেটের কর্তারা জানান, জেরার মুখে দুই যুবক প্রথমে টাকার কথা স্বীকার করতে চাননি। গাড়ির ডিকি, সিটের নিচে খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত গিয়ার বক্সের সামনে থেকে টাকা উদ্ধার হয়। পুলিশি জেরায় প্রথমে ওই দুই যুবক জানায়, টাকার অঙ্ক সাড়ে ১২ হাজার। পরে পুলিশ দেখে আসলে রয়েছে ১২ লক্ষ ২৫ হাজার টাকা। তদন্তকারীরা জানান, দুই যুবক জেরায় শুধু জানায় কোনও এক ব্যক্তি তাঁদের টাকা নিয়ে আসতে বলেছিল। কলাকার স্ট্রিটে তাঁদের সোনা গয়নার দোকান রয়েছে বলে ধৃতেরা জেরায় জানিয়েছেন। তবে ওই টাকার সাপেক্ষে উপযুক্ত কোনও কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি বলেই দাবি পুলিশের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy