Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Vicky Kaushal new film

পেশিবহুল চেহারা, বৃদ্ধের বেশ! ভিকির লুকে চমক, কোন চরিত্রে দর্শকের সামনে আসছেন তিনি?

নতুন ছবির ঘোষণা করলেন ভিকি কৌশল। ছবির প্রেক্ষাপট ভারতীয় পুরাণ। কবে থেকে শুরু হবে শুটিং?

Vicky Kaushal to play Chiranjeevi Parashurama in Amar Kaushik’s Mahavatar

‘মহাবতার’ ছবিতে ভিকি কৌশলের লুক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১২:৫১
Share: Save:

বলিউডে পাল্লা দিয়ে বাড়ছে ইতিহাস আশ্রিত এবং পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি ছবির সংখ্যা। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছত্রপতি শিবাজি পুত্র শম্ভুজির জীবনীচিত্র ‘ছাভা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। আরও এক বার অভিনেতা পিরিয়ড ছবিতে ফিরতে চলেছেন। এ বার ভিকির তুরুপের তাস পরশুরাম।

বুধবার নির্মাতারা এই ছবি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। ছবির নাম ‘মহাবতার’। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ বিজন এবং পরিচালনায় ‘স্ত্রী’ ছবি খ্যাত অমর কৌশিক। উল্লেখ্য, ‘হরর কমেডি’র পর এই প্রথম পরিচালক কোনও ‘পিরিয়ড ড্রামা’ পরিচালনা করতে চলেছেন।

ছবির প্রথম পোস্টারে ভিকির যে লুক প্রকাশ্যে এসেছে, তা আকর্ষণীয়। পেশিবহুল চেহারা এবং কাঁচাপাকা লম্বা চুলে ধরা দিয়েছেন অভিনেতা। সঙ্গে লম্বা দাড়ি। দু’চোখে ক্রোধের আগুন। এই চরিত্রের জন্য ভিকি যে নিজেকে উজাড় করে দেবেন, তা আশা করা যায়। ছবির পোস্টারে অভিনেতার লুক দেখে প্রশংসা করেছেন বলিউডের অনেকেই।

ভারতীয় পুরাণে বিষ্ণুর দশ অতারের মধ্যে অন্যতম পরশুরাম। রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ আছে। কথিত রয়েছে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তাঁর জন্ম হয়। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই রকম জটিল একটি চরিত্র ভিকির কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে।

সূত্রের খবর, আগামী বছর নভেম্বর মাসে ‘মহাবতার’-এর শুটিং শুরু হবে। তার আগে ছবির প্রি প্রোডাকশন এবং চিত্রনাট্য সংক্রান্ত কাজ চলবে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে।

অন্য বিষয়গুলি:

Vicky Kaushal Bollywood Actor New Hindi Film Mahavatar Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy