Advertisement
২৬ নভেম্বর ২০২৪
Auto Rickshaw

অবৈধ অটো সরানোর দাবিতে প্রতিবাদ

অবৈধ অটোর দাপটের বিষয়টি পুলিশ-প্রশাসন থেকে শুরু করে মহকুমা শাসক ও মহকুমা পরিবহণ আধিকারিকের কাছে জানানো হলেও কোনও লাভ হয়নি।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০২:৩১
Share: Save:

অবৈধ অটোর বাড়বাড়ন্তের জেরে আয়ে টান পড়ছে, এই অভিযোগ তুলে অটো চলাচল বন্ধ রাখলেন বারুইপুর-গড়িয়া রুটের অটোচালকেরা। বারুইপুর রেল গেট থেকে গড়িয়া পর্যন্ত রুটে অবৈধ ভাবে অন্য রুটের চালকেরা অটো চালাচ্ছেন, প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি— এই অভিযোগকে কেন্দ্র করে রবিবার প্রতিবাদে নামল গড়িয়া-রাজপুর-বারুইপুর অটো শ্রমিক সংগঠন। রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপুর-গড়িয়া ভায়া রাজপুর রুটে অটো চলাচল বন্ধ রাখেন সংগঠনের সদস্যেরা। সোনারপুরের মালঞ্চ এলাকায় প্রতিবাদ সভাও করেন তাঁরা।

অটোচালকদের অভিযোগ, অবৈধ অটোর দাপটের বিষয়টি পুলিশ-প্রশাসন থেকে শুরু করে মহকুমা শাসক ও মহকুমা পরিবহণ আধিকারিকের কাছে জানানো হলেও কোনও লাভ হয়নি। কামালগাজি থেকে বারুইপুর-টংতলা ভায়া বাইপাস হয়ে একটি অটোর রুট চালু আছে। তাঁদের অভিযোগ, কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, ওই রুটের অটোচালকেরা বারুইপুর-গড়িয়া রুটের নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে অটো চালাচ্ছেন। রাস্তায় অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বৈধ অটো চালকদের। এর জেরে যানজটও হচ্ছে বলে দাবি তাঁদের।

এ দিন সকাল থেকে ওই রুটে অটো বন্ধ থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। বারুইপুর পুলিশ জেলার এক কর্তা বলেন, ‘‘বিষয়টি নিয়ে পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করা হবে।’’

অন্য বিষয়গুলি:

Auto Rickshaw Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy