ট্রাকের ধাক্কায় আহত হলেন কতর্ব্যরত দুই পুলিশকর্মী। মঙ্গলবার ভোরে বাইপাসে, প্রগতি ময়দান থানা এলাকার মাঠপুকুরের ঘটনা। আহত দুই পুলিশকর্মী আলিউল ইসলাম ও নিত্যানন্দ রায় প্রগতি ময়দান থানার কনস্টেবল। তাঁরা হাসপাতালে ভর্তি। নিত্যানন্দবাবুর আঘাত গুরুতর। তবে আঘাত পেয়ে ছিটকে পড়লেও আলিউল কিছুক্ষণের মধ্যে মোটরবাইক নিয়ে ওই গাড়িটি তাড়া করেন। শেষে ট্রাক-সহ প্রদীপ সাঁতরা নামে ওই চালককে গ্রেফতার করা হয়।
যানশাসনকে ঘিরে গত কয়েক মাসে একাধিক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, জখম হয়েছেন প্রায় ৪০ জন। কখনও বেপরোয়া গাড়ির সামনে পড়ে মৃত্যু হয়েছে পুলিশকর্মীদের। আবার কখনও বেয়াদপ চালকদের আটকাতে গিয়ে প্রহৃত হয়েছেন পুলিশকর্মীরা। পুলিশ জানায়, এ দিন মাঠপুকুরের কাছে বাইকে টহল দিচ্ছিলেন আলিউল ও নিত্যানন্দ। একটি বাসকে ওভারটেক করার সময়ে মালবাহী একটি ট্রাক ধাক্কা মারে আলিউলের মোটরবাইকে।
পুলিশের দাবি, ট্রাকের ধাক্কায় দুই পুলিশকর্মীই ছিটকে পড়েন। চালক পালানোর চেষ্টা করলেও আলিউল বাইক নিয়ে তাড়া করেন। শেষে অন্য পুলিশকর্মীদের সহায়তায় অম্বেডকর সেতুর কাছে ট্রাকটি আটক হয়।
উল্লেখ্য, এ মাসের গোড়ায় গড়িয়া ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৃষ্ণেন্দু দাস যখন ডিউটি সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন, তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। আহত হন কৃষ্ণেন্দুবাবু। গত ৬ জুন সার্কুলার গার্ডেনরিচ রোড ও হাইড রোডের মোড়ে ডিউটি করার সময়ে মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন সাউথ-ওয়েস্ট গার্ডের ট্রাফিক সার্জেন্ট জুয়েল সাহা। চার দিন পরে তাঁর মৃত্যু হয়। তারও কয়েক দিন আগে ডিউটি করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক হোমগার্ডের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy