শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
এ বার নিজের পুজোর আড়ম্বর কমিয়ে মানুষের সাহায্যে পুজো কমিটিগুলিকে এগিয়ে আসার কথা বললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার পার্থ বলেন, ‘‘আমি বলব যাঁরা বড় পুজোর আয়োজন করেন, তাঁরা এই করোনা মোকাবিলার পরিস্থিতিতে তাঁদের ব্যয়ের বড় অংশ করোনা মোকাবিলায় ব্যবহার করুন। আমি ব্যক্তিগত ভাবে কোনও বড় পুজোর আয়োজনের পক্ষপাতী নই।’’ তিনি আরও বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে পুজোর খরচ কমিয়ে সংগঠকরা মানুষের প্রয়োজনে ব্যবহার করুন।’’
বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ নাকতলা উদয়ন সঙ্ঘের মতো বড় পুজো কমিটির সঙ্গে যুক্ত। কলকাতায় বড় পুজোর আয়োজন করে তাঁর নেতৃত্বাধীন পুজো কমিটি। কিন্তু ২০২০-র কোভিড সংক্রমণের দাপটে পুজোর বাজে়ট গত বারই অনেকটাই কমিয়েছিল তাঁর ক্লাব। এ বার সেই বাজেট যে আরও অনেকটাই কমিয়ে দেওয়া হবে, তা স্পষ্ট করেন পার্থ। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর চেতলা অগ্রণীর পুজোর বাজেট কমানোর কথা আগেই ঘোষণা করে দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy