প্রতীকী ছবি
গাড়ি রাখা নিয়ে গোলমালের জেরে মারধর করা হল এক বৃদ্ধকে। বাঁচাতে এসে তাঁর ছেলেও জখম হলেন অন্য পাড়ার ছেলেদের হাতে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালীঘাট রোডে। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত পৌনে ১১টা নাগাদ ৩৬৬,
কালীঘাট রোডের বাসিন্দা, বছর ৬৮-র সজল সাহা তাঁর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা গাড়ি সরিয়ে নিতে বলেছিলেন উল্টো দিকের পাড়ার এক যুবককে। অভিযোগ, তা নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে আরও কয়েক জন মিলে চড়াও হয় ওই বৃদ্ধের উপরে। মারধর করা হয় তাঁকে। বাবাকে বাঁচাতে ছুটে আসেন ছেলে সঞ্জয়। তাঁকেও ছাড়া হয়নি। তাঁকে এমন মারধর করা হয়েছে যে তাঁর ডান চোখ জখম হয়।
বুধবার রাতের ওই ঘটনায় সজলবাবুর পরিবার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন উল্টো দিকের পাড়ারই চার জনের বিরুদ্ধে। যদিও ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
বৃহস্পতিবার সজলবাবুর মেয়ে সোমা দে জানান, তাঁদের বাবাকে বাঁচাতে গেলে ভাইকে এমন ভাবে মারধর করা হয় যে তাঁর ডান চোখ ফুলে যায়। পাড়ার বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, সঞ্জয় রাজনীতির সঙ্গে যুক্ত। অপর পক্ষও একই রাজনৈতিক দলের লোক। তবে অন্য গোষ্ঠীর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy