অভিযোগ দায়ের হলেও শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বিভিন্ন সময়ে ওঠে পুলিশের বিরুদ্ধে। কলকাতায় একাধিক ঘটনায় তার নজির রয়েছে। এ বার নিউ টাউনেও তেমন ঘটল। যেখানে দু’পক্ষের মধ্যে মারামারি হলেও পুলিশ এক পক্ষকে গ্রেফতার করেছে বলে অভিযোগ। যাদের ধরা হয়েছে, তারা শাসক দলের ‘ততটা কাছের’ লোক নয় বলেই পরিচিত।
গত সোমবার রাত থেকে নিউ টাউনের মহিষবাথান এলাকায় সিন্ডিকেটের চাঁই বলে পরিচিত ভজাই সর্দারের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় তৃণমূল যুবনেতা দীপঙ্কর প্রামাণিকের দলের গোলমাল চলছে। দু’পক্ষের বিরুদ্ধেই গোলমাল আর মারধরের অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউন থানায়। কিন্তু পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে দীপঙ্করের পক্ষের দুই যুবককে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা ভজাই-শিবিরের লোক।
পুলিশ জানায়, সোমবার রাতে দীপঙ্করের ঘনিষ্ঠ অরুময় মণ্ডলকে রাস্তায় একা পেয়ে ভজাইয়ের দল তার মাথা ফাটিয়ে দেয়। ওই রাতেই অরুময় ও শুভ পাত্র নামে অন্য এক যুবক ভজাইয়ের ছেলে প্রসেনজিৎ সর্দারের বাড়িতে গিয়ে দরজায় লাথি মারে ও তার পরিবারের লোকজনকে শাসায় বলে অভিযোগ। প্রসেনজিৎ এলাকার কাউন্সিলরও। মঙ্গলবার রাতেই পুলিশ অরুময় ও শুভকে গ্রেফতার করার ‘তৎপরতা’ দেখায়। নিউ টাউনে ভজাই সর্দার ও প্রসেনজিৎ সর্দার স্থানীয় বিধায়ক তথা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত।
এর আগে মধ্য কলকাতায় শাসক দলের ঘনিষ্ঠ এক উঠতি মাস্তানকে লালবাজারের গুণ্ডা দমন শাখা উপর মহলের চাপে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। পুজোর পরে সেই মাস্তানই দলবল নিয়ে তিলজলায় এক প্রোমোটারকে গুলি করে খুন করে বলে অভিযোগ। বিধাননগরে পুরভোটের দিন প্রকাশ্যে শেখ বিনোদ, কাশীপুরের রবি নস্কর কিংবা বেলেঘাটার রাজু নস্কর-রবি নস্করদের দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল।
তৃণমূল যুবনেতা দীপঙ্করের অভিযোগ, ‘‘ভজাইয়ের লোকজন আমাদের ছেলেদের পেটাল। বাসুদেব সর্দার নামে এক জনের বাড়ি ভাঙচুর করল। আমরা এফআইআর করলাম। কিন্তু পুলিশ আমাদের ছেলেদেরই গ্রেফতার করল। আসলে ভজাইরা বিধায়কের কাছের লোক।’’
যদিও সব্যসাচীবাবুর দাবি, তিনি ঘটনাটি জানেন না। তিনি বলেন, ‘‘এফআইআরের গুরুত্ব বুঝে পুলিশ ব্যবস্থা নেয়। পুলিশ কী করবে, সেটা পুলিশের ব্যাপার।’’
কেন এক যাত্রায় পৃথক ফল?
ব্যাখ্যা দিতে চাননি বিধাননগর কমিশনারেটের কর্তারা। ভারপ্রাপ্ত এডিসিপি শিবানী তিওয়ারি শুধু বলেন, ‘‘ঘটনার তদন্ত করে এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত যেমন এগোবে, তেমন ব্যবস্থা নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy