Advertisement
০৫ অক্টোবর ২০২৪
school

School: দশমের ফলের আগেই একাদশের ক্লাস নেবে বহু স্কুল

কিছু স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, গরমের ছুটি শেষ হলেই অফলাইনে একাদশের ক্লাস শুরু করে দেওয়ার পরিকল্পনা করছেন।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ০৬:২২
Share: Save:

দশম পরীক্ষার দ্বিতীয় সিমেস্টারের ফল বেরনোর আগেই একাদশ শ্রেণির পঠনপাঠন শুরু করে দিতে চায় সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের বেশ কিছু স্কুল। এ বার আইসিএসই পরীক্ষা শেষ হয়েছে ২৩ মে, সিবিএসই শেষ হয়েছে ২৪ মে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৩০-৪০ দিন পরে ফল বেরোয়। কিন্তু কিছু স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, ক্লাস শুরু করার জন্য ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না তাঁরা। বরং গরমের ছুটি শেষ হলেই অফলাইনে একাদশের ক্লাস শুরু করে দেওয়ার পরিকল্পনা করছেন। সেই সঙ্গে কিছু অতিরিক্ত ক্লাসও নেওয়া হবে।

সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের বিভিন্ন বেসরকারি স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, বোর্ডের দশম শ্রেণির ফল বেরোনোর আগেই একাদশের পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে— এমনটা আগেও ঘটেছে। কিন্তু এ বার বেশির ভাগ স্কুল কর্তৃপক্ষই জানাচ্ছেন, সাধারণত এপ্রিলে ওই দুই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়ে যায়। কিন্তু করোনার কারণে এ বার তা পিছিয়ে গিয়েছে দু’মাস। তাই ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা না করে ক্লাস শুরু করতে চাইছেন তাঁরা। না-হলে একাদশের পাঠ্যক্রম শেষ করা নিয়ে সংশয় দেখা দিতে পারে। বেশ কিছু স্কুল আবার জানাচ্ছে, শুধু স্বাভাবিক রুটিনেই ক্লাস নয়, পাঠ্যক্রম শেষ করতে অনলাইনে বেশ কয়েকটি অতিরিক্ত ক্লাস নেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।

যেমন একাদশের অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ। গরমের ছুটির পরে স্কুল খুললে শুরু হয়ে যাবে অফলাইন ক্লাসও। ওই স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘পড়ুয়া ও অভিভাবকেরাও চান যে, যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন ক্লাস শুরু হয়ে যাক। কারণ এর পরে কোনও কারণে করোনা পরিস্থিতি খারাপ হলে স্কুলের পঠনপাঠন ফের ব্যাহত হতে পারে। তখন পাঠ্যক্রম শেষ করতে সমস্যা হবে। এমনিতেই করোনার কারণে এ বারে কিছুটা দেরিতেই শিক্ষাবর্ষ শুরু হয়েছে।’’

কিছু স্কুলের অধ্যক্ষ আবার মনে করছেন, আগামী বছর থেকে পুরনো নিয়মে পুরো পাঠ্যক্রমেই পরীক্ষা হবে। অর্থাৎ করোনা-আবহে পরীক্ষার পাঠ্যক্রমে যে কাটছাঁট করা হয়েছিল, তা আর হবে না। সে ক্ষেত্রে এখন থেকেই পঠনপাঠন শুরু হওয়া জরুরি।

ন্যাশনাল ইংলিশ হাই স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহা বলেন, ‘‘আগামী বছর আইসিএসই পরীক্ষা আর দুটো সিমেস্টারে হবে না। করোনা পূর্ব নিয়মে বোর্ডের একটা পরীক্ষাই হবে। তাই পাঠ্যক্রম শেষ করতে আমরাও গরমের ছুটি শেষ হলেই ক্লাস নিতে শুরু করব। ফলের জন্য অপেক্ষা করব না।’’

রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাসের মতে, ‘‘ক্লাস শুরু করার পক্ষে রয়েছেন বহু অভিভাবক এবং পড়ুয়ারাও। আমরা এর আগেও দশম শ্রেণির ফলাফলের অপেক্ষা না করে একাদশের ক্লাস শুরু করেছিলাম। কিন্তু এ বছর বিশেষ পরিস্থিতিতে আগে থেকেই অতিরিক্ত ক্লাস নিতে হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

school Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE