বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে ‘রহস্যজনক’ গাড়ি থেকে নগদ আট লক্ষ টাকা এবং মাদক উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা দিল্লিতে। কারণ, টাকা ও মাদকের সঙ্গে সেই গাড়িতে থেকে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-র প্রচারপত্র মিলেছে বলেও দিল্লি পুলিশের দাবি।
এই ঘটনার জেরে আপের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধী বিজেপি। অন্য দিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের দল গোটা ঘটনাটিকে ‘চক্রান্ত’ বলে চিহ্নিত করেছে। ঘটনাচক্রে, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের অধীনে।
আরও পড়ুন:
দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পঞ্জাব ভবনের কাছ থেকে আটক গাড়িটির রেজিস্ট্রেশন পঞ্জাবের। গাড়িতে পঞ্জাব সরকারের বোর্ড লাগানো ছিল। ঘটনাচক্রে, সে রাজ্যেও ক্ষমতায় রয়েছে কেজরীর দল। ভোটারদের বিলি করার জন্য পঞ্জাব থেকেই টাকা এবং মদ দিল্লিতে আনা হয়েছিল বলে পুলিশের দাবি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকার বৃহস্পতিবার জানিয়েছে, ওই গাড়িটি সরকারি নয়। বোর্ডটি জাল। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।