Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Dhono Dhanyo Auditorium Accident

মেরুদণ্ডে গুরুতর চোট, ভেঙেছে পা-ও! ‘মহানায়ক’ অনুষ্ঠানের তোরণ ভেঙে সঙ্কটে লোকশিল্পী বিশ্বনাথ

বুধবার ধন ধান্য প্রেক্ষাগৃহে ‘মহানায়ক’ অনুষ্ঠানের আগে তোরণ ভেঙে জখম হয়েছিলেন দুই লোকশিল্পী। তাঁদের মধ্যে এক জনের মেরুদণ্ডে গুরুতর চোট রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

ধন ধান্য প্রেক্ষাগৃহের সামনে তোরণ ভেঙে দুর্ঘটনা।

ধন ধান্য প্রেক্ষাগৃহের সামনে তোরণ ভেঙে দুর্ঘটনা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৪:৫৩
Share: Save:

ধন ধান্য প্রেক্ষাগৃহের তোরণ ভেঙে চোট পেয়েছিলেন দুই লোকশিল্পী। বুধবার তাঁদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছিল। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দু’জন। তবে তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বিশ্বনাথ সরকারের মেরুদণ্ডে আঘাত লেগেছে। তাঁর পা-ও ভেঙে গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। রোগীর পরিবারের দাবি, তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে বলে হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয়েছে।

জয়নগর থেকে বুধবার ধন ধান্য প্রেক্ষাগৃহে গিয়েছিলেন বিশ্বনাথ। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁর দাদা কাশীনাথ সরকার জানান, বিশ্বনাথের মেরুদণ্ডে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মেরুদণ্ড ভেঙে গিয়েছে। পা-ও ভেঙে গিয়েছে। পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। নিউরোলজিস্টরা বিশ্বনাথকে দেখছেন। তাঁর এমআরআই এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে।

বিশ্বনাথ বাউল সঙ্গীতে পারদর্শী। ওই প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘উত্তম কুমার স্মরণে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর পৌঁছনোর আগে বিকেলে আচমকাই প্রেক্ষাগৃহের একটি তোরণ ভেঙে পড়ে। বিশ্বনাথ ছাড়াও অসিত বরণ নামের আরও এক শিল্পী তার নীচে চাপা পড়ে গিয়েছিলেন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। অসিতের আঘাত তুলনামূলক কম। তাঁর পায়ে চোট লেগেছে। চিকিৎসা চলছে।

মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে পৌঁছনোর আধ ঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, প্রেক্ষাগৃহের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। সেই সময় দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণটি। তাতে অন্তত ২০-২৫ জন নীচে চাপা পড়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন গুরুতর চোট পেয়েছেন। বাকিদের আঘাত ততটাও গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার পর প্রেক্ষাগৃহে যত ফ্লেক্স লাগানো ছিল, সব খুলে ফেলা হয়।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Dhono Dhanyo Auditorium Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE