Advertisement
২২ নভেম্বর ২০২৪
Mamata Banerjee

‘বাবু’ সুজিতের পুজোর জন্য ভিআইপি রোড যেন বন্ধ না হয়! উদ্বোধনেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা বলেন, ‘‘আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। আর যদি বজ্জাতি কিছু করেছ...তা হলে কিন্তু ওটা ‘বাবু’ থেকে দিদির স্নেহের পরশে অন্য কিছু হয়ে যাবে! অন্য ভাষায় দিদি তখন কথা বলবে।’’

শ্রীভূমির পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রীভূমির পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২
Share: Save:

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজোর জন্য ভিআইপি রোডে যেন ভিড় বা যানজট না হয়! বৃহস্পতিবার সুজিতের ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করে তাঁকে সটান হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘সুজিতবাবুকে একটাই অনুরোধ— ‘বাবু’ বলছি, আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোকে প্লেন ধরতে পারল না। রাস্তায় যেতে পারল না। এগুলো যেন না হয়।’’

সেই হুঁশিয়ারির সুর আরও খানিকটা চড়িয়ে মমতা বলেন, ‘‘আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। আর যদি বজ্জাতি কিছু করেছ...তা হলে কিন্তু ওটা ‘বাবু’ থেকে দিদির স্নেহের পরশে অন্য কিছু হয়ে যাবে! অন্য ভাষায় দিদি তখন কথা বলবে। (অতঃপর সমবেত জনতাকে লক্ষ্য করে) আমি একটু মাটির ভাষায় কথা বলতে ভালবাসি। কারণ আমরা মাটির লোক।’’

হুঁশিয়ারি না-মানলে সুজিতের পুজো যে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকায় থাকবে না, তা-ও সরাসরি জানিয়ে দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘আমি একদম বিশ্ব বাংলা থেকে ঘ্যাচাং ফু করে দেব ওকে! তার কারণ, এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন ভালবেসে। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি যখন একটা দায়িত্ব পালন করি, তখন আমি দেখব, আমার এখানেও যেন লোক আসে। আবার অন্যটাতেও যেন যেতে পারে।’’

সুজিতের এলাকায় নতুন পুলিশকর্তা হয়ে কাজে যোগ দিয়েছেন গৌরব শর্মা। মমতা উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি সুজিতকে বলেন, ‘‘তোমার এখানে গৌরব শর্মা এসেছে এখন।’’ তার পর গৌরবকে সম্বোধন করে বলেন, ‘‘গৌরব, তুমি দেখে রাখবে! যেই রাস্তা বন্ধ করবে, অমনি তুমি আমায় বলবে। সবাইকে নিয়ে চলাটার নামই জীবন। আর তুমি যখন এক জন মন্ত্রী, তখন তোমাকে সাধারণ মানুষেরও হয়ে উঠতে হবে।’’

সেখানেই না থেমে মমতা বলেন, ‘‘আমি সর্বদা চোখ রাখি। আপনারা ভাববেন না, আমি পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে আমি তখন পাহারাদার হিসাবে পাহারা দিই। কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি সমস্ত খোঁজখবর রাখি।’’ প্রসঙ্গত, গত বছর পুজোর সময় সুজিতের মণ্ডপে এত ভিড় হয়েছিল যে, যানজটে বেহাল হয়ে গিয়েছিল পূর্ব কলকাতা। অনেকেই বিমানবন্দরে যেতে গিয়ে আটকে পড়ে বিমান ধরতে পারেননি। সেই জট ছড়িয়ে গিয়েছিল পূর্ব কলকাতার বিভিন্ন প্রান্তে। সেই সূত্রেই মমতা সুজিতকে এ বার আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তবে একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিলেন, ‘‘আজ (বৃহস্পতিবার) থেকে পুজো শুরু হয়ে গেল।’’ মমতার পুজো উদ্বোধনও বৃহস্পতিবার থেকেই শুরু হল। শ্রীভূমি ছাড়াও তিনি ‘টালা প্রত্যয়’ এবং বিধাননগরের এফ ডি ব্লকের পুজোর উদ্বোধন করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy