DA rate in different states and their difference with West Bengal Govt dgtl
DA
কেরল ৩৬%, গুজরাত ২৮%... দেশের কোন রাজ্যে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পান সরকারি কর্মচারীরা
ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকারের যুক্তি ছিল, তহবিলে টাকা নেই বলে কর্মীদের উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য হয়নি হাই কোর্টে। আর্জি খারিজ হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩০
ডিএ মামলায় কলকাতা হাই কোর্টে আবার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে।
০২৩০
কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ৩১ শতাংশ কম ডিএ পান। ২০২১ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এ রাজ্যে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার মাত্র তিন শতাংশ।
০৩৩০
অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার এত কম নয়। বিজেপি শাসিত কিংবা অ-বিজেপি শাসিত, সব রাজ্যের ক্ষেত্রেই মহার্ঘ ভাতার হার পশ্চিমবঙ্গের চেয়ে অনেকটা বেশি। কোন রাজ্যে সরকারি কর্মীরা কত ডিএ পান?
০৪৩০
২০২০ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, কেরলে সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। বাম শাসিত এই রাজ্যে ডিএ-র হার তুলনামূলক বেশি।
০৫৩০
২০২২ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
০৬৩০
২০২২ সালের ১ অগস্টের হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
০৭৩০
২০২১ সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
০৮৩০
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্রের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
০৯৩০
২০২২ সালের অগস্ট মাসের হিসাব অনুযায়ী, ছত্তীসগঢ়ের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
১০৩০
২০২০ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
১১৩০
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, কর্নাটকের সরকারি কর্মচারীরা ২৭.২৫ শতাংশ হারে ডিএ পান।
১২৩০
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৮.৭৭৬ শতাংশ হারে ডিএ পান।
১৩৩০
২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, হরিয়ানায় সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
১৪৩০
২০২২ সালের হিসাব অনুযায়ী, অসম সরকার কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেয়।
১৫৩০
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
১৬৩০
২০২১ সালের ২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, পঞ্জাব সরকার সরকারি কর্মচারীদের ২৮ শতাংশ হারে ডিএ দিয়ে থাকে।
১৭৩০
২০২২ সালের ১ জানুয়ারি থেকে ওড়িশার সরকারি কর্মীরা ডিএ পান ৩৪ শতাংশ হারে।
১৮৩০
২০২২ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, তেলঙ্গানার সরকারি কর্মীরা ডিএ পান ১৭.২৯ শতাংশ হারে।
১৯৩০
২০২১ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার ৩১ শতাংশ।
২০৩০
২০১৯ সালের ১ জুলাই থেকে মিজোরামের সরকারি কর্মচারীরা ১৭ শতাংশ হারে ডিএ পান।
২১৩০
২০২২ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, গোয়াতে সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
২২৩০
২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, মেঘালয়ে সরকারি কর্মীরা ২২ শতাংশ হারে ডিএ পান।
২৩৩০
২০২২ সালের ২৯ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ড সরকার কর্মচারীদের ৩৪ শতাংশ হারে ডিএ দেয়।
২৪৩০
কংগ্রেস শাসিত রাজস্থানেও রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার তুলনামূলক বেশি। ২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, সেখানে ৩৪ শতাংশ হারে ডিএ দেওয়া হয়।
২৫৩০
বিজেপি শাসিত গুজরাতে রাজ্য সরকারি কর্মীরা ২৮ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন (২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী)।
২৬৩০
২০২১ সালের ১ জুলাইয়ের হিসাব বলছে, বিহারে সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার ২৮ শতাংশ।
২৭৩০
২০২১ সালের ২৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, নাগাল্যান্ডের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
২৮৩০
২০২২ সালের জুন মাস থেকে মণিপুর সরকার কর্মীদের ডিএ বাড়িয়ে ২১ শতাংশ করেছে।
২৯৩০
ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ চলতি বছরের ১ জুলাই থেকে বাড়িয়ে করা হয়েছে ৮ শতাংশ।
৩০৩০
সিকিমে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার হার ২০২১ সালের ১ জুলাই থেকে ৩১ শতাংশ।