Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৮ key status

হাজরা মোড়ে প্রতিবাদ

মধ্যরাতেও চলছে প্রতিবাদ। হাজরা মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে পথনাটিকা, গান ও স্লোগানের মাধ্যমে চলছে প্রতিবাদ কর্মসূচি।

timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০১ key status

আরজি করে আধা সেনার সামনেই প্রতিবাদ

(বাঁ দিকে) আরজি করের ভিতরে পাহারায় আধা সেনার জওয়ানেরা। হাসপাতালের বাইরে চলছে প্রতিবাদ (ডান দিকে)।

(বাঁ দিকে) আরজি করের ভিতরে পাহারায় আধা সেনার জওয়ানেরা। হাসপাতালের বাইরে চলছে প্রতিবাদ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৩ key status

বৈদ্যবাটিতে গ্রাফিত্তি

বৈদ্যবাটিতে রাস্তায় গ্রাফিত্তির মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ।

বৈদ্যবাটিতে রাস্তায় গ্রাফিত্তির মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:২১ key status

মধ্যরাতেও আরজি করের বাইরে প্রতিবাদ

আরজি কর হাসপাতালের বাইরে প্রতিবাদ।

আরজি কর হাসপাতালের বাইরে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪০ key status

গড়িয়ায় এক যুবককে বেধড়ক মারধর

অভিযুক্ত যুবক।

অভিযুক্ত যুবক।

গড়িয়ায় প্রতিবাদী মহিলাদের ছবি ও ভিডিয়ো তোলার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করলেন আন্দোলনকারীরা। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে। 

timer শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২২ key status

ঋতুপর্ণাকে ‘গো ব্যাক’ স্লোগান আন্দোলনকারীদের

শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্ত।

শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্ত। —নিজস্ব চিত্র।

শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হল তাঁকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন অভিনেত্রী।

Advertisement
timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৭ key status

গড়িয়ায় মহিলা আন্দোলনকারীদের কটূক্তি

গড়িয়ায় মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মহিলা আন্দোলনকারীদের কটূক্তি করার অভিযোগ এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করছে। পুলিশের গাড়ি ঘিরে  বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৫ key status

শ্যামবাজারে প্রতিবাদ

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি।

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৪ key status

সিথিঁর মোড়ে প্রতিবাদ কর্মসূচি

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৪ key status

বালুরঘাটে প্রতিবাদ

বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল।

বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচি।

বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচি। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৩ key status

কোচবিহারে ‘রাতদখল’

আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহার শহরেও ‘রাতদখল’ কর্মসূচি পালিত হচ্ছে।

কোচবিহারে বুধবারের ‘রাতদখল’।

কোচবিহারে বুধবারের ‘রাতদখল’। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১১ key status

প্রতিবাদে দিতিপ্রিয়া

আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে পথে নেমেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও।

বুধবার রাতে প্রতিবাদে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

বুধবার রাতে প্রতিবাদে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯ key status

হাওড়ায় প্রতিবাদ

আরজি করের ঘটনার বিচার চেয়ে হাওড়াতেও জমায়েত করেছেন সাধারণ মানুষ।

হাওড়ায় নাগরিক জমায়েত।

হাওড়ায় নাগরিক জমায়েত। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৬ key status

শ্যামবাজারে টলি তারকারা

শ্যামবাজারে প্রতিবাদে পথে নেমেছেন টালিগঞ্জের তারকারা। সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়দের জমায়েতে দেখা গিয়েছে।

শ্যামবাজারে প্রতিবাদে টালিগঞ্জের কলাকুশলীরা।

শ্যামবাজারে প্রতিবাদে টালিগঞ্জের কলাকুশলীরা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০০ key status

প্রতিবাদে অভিনেত্রী উষসী চক্রবর্তী

বুধবার রাতে আরজি কর হাসপাতালে প্রতিবাদে শামিল হয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তীও।

আরজি কর চত্বরে অভিনেত্রী উষসী চক্রবর্তী।

আরজি কর চত্বরে অভিনেত্রী উষসী চক্রবর্তী। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৭ key status

দক্ষিণেশ্বরে প্রতিবাদ

দক্ষিণেশ্বরে রাস্তায় বসে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ।

দক্ষিণেশ্বরে প্রতিবাদ চলছে।

দক্ষিণেশ্বরে প্রতিবাদ চলছে। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫ key status

প্রতিবাদে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বুধবারও পথে নেমেছেন। যাদবপুরে মোমবাতি জ্বেলে বিচার চেয়েছেন তিনি। 

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদে শামিল।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদে শামিল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৪ key status

শ্যামবাজারে মোমবাতির প্রতিবাদ

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদে শামিল সাধারণ মানুষ।

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদ।

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫০ key status

সন্তোষমিত্র স্কোয়্যারে প্রতিবাদ

বুধবার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় নাগরিকদের জমায়েত হয়েছে। সন্তোষমিত্র স্কোয়্যারেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ। 

সন্তোষমিত্র স্কোয়্যারেও মোম জ্বেলে প্রতিবাদ।

সন্তোষমিত্র স্কোয়্যারেও মোম জ্বেলে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪২ key status

‘টাকা দিতে চেয়েছিল পুলিশ’

নির্যাতিতার বাবা আরজি কর থেকে ঘটনার দিনে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, সে দিন তাঁদের বাড়িতে গিয়ে পুলিশ টাকা দিতে চেয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ পুলিশের মুখের উপর জবাব দিয়েছিল নির্যাতিতার পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE