কলকাতায় আবার উদ্ধার হল বেআইনি অস্ত্র। আনন্দপুরে এক মহিলা এবং এক পুরুষের থেকে মিলল ১১টি অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আজ়িজ় মোল্লা এবং ময়না মাঝি। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে আনন্দপুরের নোনাডাঙা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত আজ়িজ় হুগলির কাজি মহল্লার বাসিন্দা। ময়না বর্ধমানের কাটোয়ার কেতুগ্রামের বাসিন্দা। আজ়িজ়ের ব্যাগ থেকে ১০টি ‘সিঙ্গল-শটার’ বন্দুক উদ্ধার হয়েছে। ময়নার কাছে ছিল একটি বন্দুক। সব অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে সেগুলি আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে। সোমবার দু’জনকে আদালতে হাজির করানো হবে।
গত শুক্রবারই বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতার প্রগতি ময়দান এলাকায় অভিযান চালিয়েছিল এসটিএফ। সেখানে মালদার দুই বাসিন্দার থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তার আগে ১৭ মার্চ শিয়ালদহে এক ব্যক্তির কাছ থেকে ছয়টি অস্ত্র উদ্ধার করেছিল এসটিএফ।