মোটরবাইক নিয়ে কলকাতা পুলিশ এলাকায় আসেননি মালিক। অথচ ট্র্যাফিক আইন অমান্য করার জন্য পুলিশের জরিমানার মেসেজ পাচ্ছেন তিনি। তাই লালবাজারের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই সূত্রেই ভুয়ো নম্বরপ্লেট ব্যবহার করে পুলিশকে প্রতারণা করার অভিযোগে শুক্রবার হেয়ার স্ট্রিট থানা এলাকার রবীন্দ্র সরণি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আমন। বাড়ি হাওড়ায়। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। তাঁর স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
লালবাজার জানিয়েছে, হাওড়ার এক বাসিন্দা গত ২৩ ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর মোটরবাইক নিয়ে তিনি বা অন্য কেউ কলকাতা পুলিশ এলাকায় যান না। অথচ নিয়মিত তাঁর কাছে ট্র্যাফিক আইন অমান্য করার মেসেজ আসছে। মেসেজ ছবি থাকছে একটি স্কুটির। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, ওই একই নম্বরে রাস্তায় চলছে স্কুটিটি। শুক্রবার বড়বাজার এলাকায় দেখতে পেয়ে চালক-সহ স্কুটিটি আটক করে পুলিশ। চালক জানান, যে শোরুম থেকে তিনি স্কুটি কিনেছেন, সেখান থেকেই নম্বর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কী ভাবে বাইকের নম্বর স্কুটির নম্বর হয়ে গেল, তা ইচ্ছাকৃত ভাবে করা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)