Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kolkata Police

রাতপথে ফের শুরু নাকা তল্লাশি, আটক শতাধিক

পুলিশ জানায়, সেই নির্দেশ মতো শনিবার রাত ন’টা থেকে প্রায় চার ঘণ্টা শহরের বিভিন্ন প্রান্তে চলে নাকা তল্লাশি।

 ব্রেথ অ্যানালাইজ়ার নিয়ে পার্ক স্ট্রিটে চলছে পরীক্ষা। নিজস্ব চিত্র

ব্রেথ অ্যানালাইজ়ার নিয়ে পার্ক স্ট্রিটে চলছে পরীক্ষা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩
Share: Save:

মাঝে বিরতি ছিল কিছু দিনের। বেপরোয়া বাইকবাহিনীর বিরুদ্ধে ফের তল্লাশি শুরু হতেই রাতের শহরে এক দিনে হেলমেটহীন অবস্থায় ধরা পড়লেন প্রায় হাজারখানেক মোটরবাইক আরোহী। শুধু তা-ই নয়, শনিবার রাতে হওয়া ওই নাকা তল্লাশিতে দু’জনের বেশি যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় সাড়ে সাতশো চালকের বিরুদ্ধেও।

লালবাজার জানিয়েছে, শনিবার শহরের ট্র্যাফিক গার্ড এবং থানার আধিকারিদের নিয়ে ক্রাইম কনফারেন্সে পুলিশ কমিশনার ওই নাকা তল্লাশি ফের শুরু করতে নির্দেশ দেন। মাঝে তা বন্ধ থাকায় কিছুটা উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। তার পরেই কমিশনারের ওই নির্দেশ।

পুলিশ জানায়, সেই নির্দেশ মতো শনিবার রাত ন’টা থেকে প্রায় চার ঘণ্টা শহরের বিভিন্ন প্রান্তে চলে নাকা তল্লাশি। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ধরা হয় ৯৮৬ জন আরোহীকে। তাঁদের বিরুদ্ধে ট্র্যাফিক আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এ ছাড়া, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য মামলা দায়ের করা হয়েছে ১৫৫ জনের বিরুদ্ধে। তিন জন সওয়ারিকে নিয়ে বাইক চালানোর জন্য আটক করে মামলা দায়ের করা হয় ৫০৯ জনের বিরুদ্ধে। এর পাশাপাশি ওই রাতের পুলিশি অভিযানে ১৯১৫ জন মোটরবাইক এবং গাড়িচালকের বিরুদ্ধে ট্র্যাফিকের বিভিন্ন আইন না মানার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, শীতের মরসুমে গত এক মাস গভীর রাতে শহরের রাস্তায় নাকা তল্লাশি সেই ভাবে হয়নি। রাতে পুলিশি তল্লাশি কমেছে বুঝতে পেরে কখনও মত্ত অবস্থায়, কখনও হেলমেট ছাড়া বাইক চালানো-সহ অন্য ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা দেখা দিয়েছিল চালকদের একাংশের মধ্যে। ‘‘তা যে অসত্য নয়, শনিবারের নাকা তল্লাশির পরে সেটাই প্রমাণিত হল’’— মন্তব্য এক পুলিশকর্তার।

এ ছাড়া শনিবার রাতের তল্লাশিতে ২০৫টি জামিন-অযোগ্য ধারা কার্যকরা করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০৪ লিটার বেআইনি মদ এবং একটি আগ্নেয়াস্ত্র। লালবাজারের কর্তাদের হিসেব অনুযায়ী, গ্রেফতারি পরোয়ানা রয়েছে এমন ৬৩ জনকেও ধরা হয়েছে তল্লাশি চলাকালীন। তারা সকলেই গ্রেফতার হয়েছে নিউ মার্কেটে জুয়া খেলার অভিযোগে।

সূত্রের দাবি, সামনেই পুর ভোট। বিগত পুরভোটে কলকাতায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক পুলিশ অফিসার। এ বার তেমন কোনও ঘটনা যাতে না ঘটে, তার জন্য সর্তকতামূলক ব্যবস্থা নিতে লালবাজারের কর্তারা নির্দেশ দিয়েছেন থানা এবং গোয়েন্দা বিভাগকে। তারই অঙ্গ হিসেবে শনিবারের নাকা তল্লাশি বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, আগামী দিনেও রাতে শহরের সর্বত্র এই তল্লাশি চলবে।

অন্য বিষয়গুলি:

Kolkata Police Naka Checking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE