—ফাইল চিত্র।
ঘেরাও, আন্দোলন— সব কিছুর পথ পেরিয়ে এ বারও যাদবপুরে ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার হার খুব ভাল। গত বছরের থেকেও এ বার চাকরি পাওয়ার হার বেশি বলে দাবি যাদবপুরের প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্যের।
গত বছর ক্যাম্পাস ইন্টারভিউয়ে যোগ দেওয়া পড়ুয়াদের ৮৫ শতাংশের মতো চাকরি পেয়েছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল। এ বছর তা ছাড়িয়ে গিয়েছে বলে শুক্রবার জানান শমিতা। ২০১৭ সালে ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ জন পড়ুয়া ৩০ লক্ষ টাকার বেশি বার্ষিক প্যাকেজের চাকরি পেয়েছিলেন। গত বার ৩০ থেকে ৪২ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ পেয়েছিলেন ৪০ জন। এ বার ৪০ লক্ষের উপরে পেয়েছে মোট ১১ জন। সর্বাধিক প্যাকেজ সাড়ে ৪১ লক্ষ টাকার। ৩০ থেকে ৪০ লক্ষের মধ্যে বার্ষিক প্যাকেজ পেয়েছেন ২৮ জন।
যাদবপুরে যে সব পড়ুয়া কেন্দ্রীয় ভাবে প্লেসমেন্ট কো-অর্ডিনেশনের দায়িত্বে থাকেন তাঁদের এক জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিখিল সাহু। নিখিল ক্যাম্পাস ইন্টারভিউয়ে চাকরি পেয়ে হায়দরাবাদ চলে যাচ্ছেন। তিনি জানালেন, এ বার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির পড়ুয়াদের গড় বেতন সাড়ে সাত লাখ টাকা। অন্য দুই কো অর্ডিনেটর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সৌম্য চট্টোপাধ্যায় এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের স্বাতী মণ্ডলও চাকরি পেয়ে গিয়েছেন। জানালেন, তথ্যপ্রযুক্তি সংস্থার পাশাপাশি এ বার বেশ বড় সংখ্যায় এসেছে উৎপাদন শিল্প সংস্থাও। অনেকে দুটো অফারও পেয়েছেন। সৌম্য বলেন, ‘‘প্লেসমেন্টের এই সাফল্যই বুঝিয়ে দেয় যাদবপুরের ছাত্ররা কত যোগ্য।’’
আরও পড়ুন: ইতি পড়তে চলেছে শুল্ক-যুদ্ধে, চিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘সঠিক পথে এগোচ্ছি’
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, প্রিন্টিং, ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার, ফার্মাসি, প্রোডাকশন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের চাকরি পাওয়ার হারও খুবই ভাল বলে জানান শমিতা। ফার্মাসি বিভাগের এক পড়ুয়া বার্ষিক ১১ লক্ষ টাকার চাকরি এ বার পেয়েছেন। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউয়ে যোগ দেওয়া সব পড়ুয়া চাকরি পেয়েছেন।
আরও পড়ুন: নকশালপন্থী নেতা সন্তোষ রানা প্রয়াত
কলা এবং বিজ্ঞান ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা সাধারণত উচ্চশিক্ষা নিতে চলে যান। ক্যাম্পাস ইন্টারভিউয়ে খুব একটা যোগ দেন না। তবে এর মধ্যে এই দুই ফ্যাকাল্টির যে সব পড়ুয়া ইন্টারভিউ দিয়েছিলেন তাঁরাও ভাল চাকরি পেয়েছেন বলে জানালেন শমিতা।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy