এই সব চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল। —নিজস্ব চিত্র।
টালা ব্রিজের কাছে বিস্ফোরক বোঝাই একটি ম্যাটাডর আটক করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই ম্যাটাডরে ২৭টি চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ওই গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, এত পরিমাণ বিস্ফোরক তারা কোথায় নিয়ে যাচ্ছিল? জেরায় সময়, এক এক রকমের মন্তব্য করছেন ধৃতেরা।
তাঁদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। কোনও অসৎ উদ্দেশ্যেইওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।
আরও পড়ুন: এক টাকায় স্যানিটারি ন্যাপকিন
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিস্ফোরক নিয়ে একটি ম্যাটাডর ওড়িশা থেকে বিটি রোড হয়ে উত্তর ২৪ পরগনার দিকে যাওয়ার কথা রয়েছে বলে জানতে পারে তারা। গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা ওই ম্যাটাডরটি টালা ব্রিজের কাছে আটক করে। গ্রেফতার করা হয় গাড়িচালক ইন্দ্রজিৎ ভুঁই এবং খালাসি পদ্মলোচন দে-কে। তাঁদের বাড়ি ওড়িশার বালেশ্বরে।
আরও পড়ুন: মেট্রোর মহিলা কর্মীদের জন্য বিশ্রামাগার
ভোটের আগে বস্তায় করে এত পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে খোঁজখবর করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে বেশ কিছু সূত্রও মিলেছে বলে দাবি তাঁদের।
(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy