মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি রয়টার্স।
ফি বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে সাউথ পয়েন্টের পড়ুয়াদের অভিভাবকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে স্মারকলিপি জমা দিলেন।
এ দিন সকাল দশটা নাগাদ অভিভাবকেরা হাজরা মোড়ে জড়ো হন। সেখান থেকে চার জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে স্মারকলিপি দেন। এক অভিভাবক বলেন, ‘‘ফি কমাতে আমরা দু’বার স্কুলের সঙ্গে আলোচনায় বসেছি। বেশ কিছু প্রস্তাবও দিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। আমরা তাই বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। উনি চাইলেই আমাদের সমস্যার সুরাহা হবে।’’
অভিভাবকদের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার প্রসঙ্গে এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কোনও নির্দেশ দিলে বিষয়টি দেখা হবে। শুধু সাউথ পয়েন্টই নয়, অন্য বেসরকারি স্কুলের ফি কমানোর বিষয়েও মুখ্যমন্ত্রী অনেক বার বলেছেন। তবে এই স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে নয়। তা সত্ত্বেও আমরা ওই সব স্কুলকে বারবার বলি অস্বাভাবিক ফি না বাড়াতে।’’
শিক্ষামন্ত্রী জানান, ফি বাড়ানোর আগে ভাবতে হবে পড়ুয়াদের সামাজিক অবস্থানের কথা। বিশেষত তাদের আর্থিক দিকটা নিয়েও ভাবা দরকার।
সাউথ পয়েন্টের অভিভাকদের অভিযোগ, এ বার এক লাফে ২৩ শতাংশ ফি বেড়েছে। এতটা ফি দেওয়ার ক্ষমতা অনেকেরই নেই।
অন্য দিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁদের শিক্ষকেরা রাজ্য সরকারের সমহারে বেতন পাবেন, এমনটা তাঁরা সরকারকে জানাতে বাধ্য হন। রাজ্য সরকারের বেতন হারের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়েই এ বার তাঁরা ২৩-২৫ শতাংশ ফি বাড়াতে বাধ্য হয়েছেন।
সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, ফি-এর কিছু ছাড় নিয়ে তাঁরাও অভিভাবকদের কয়েকটি প্রস্তাব দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy