Advertisement
০৪ নভেম্বর ২০২৪

ফি বৃদ্ধির প্রতিবাদে আজ ফের বিক্ষোভ

সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল দলবীর কউর চাড্ডার স্বাক্ষরিত চারপাতার একটি বিজ্ঞপ্তি বুধবারই সামনে এসেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৮
Share: Save:

স্কুলের ফি কেন বাড়ানো হয়েছে, তা লিখিত ভাবে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিলেন অভিভাবকদের। কিন্তু অভিভাবকেরা সেই ব্যাখ্যা মানতে নারাজ। ফলে আজ, শুক্রবার আবার অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন অভিভাবকদের একটি অংশ।

সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল দলবীর কউর চাড্ডার স্বাক্ষরিত চারপাতার একটি বিজ্ঞপ্তি বুধবারই সামনে এসেছে। তাতেই ফি বৃদ্ধির বিষয়টি আরও এক বার বিস্তারিত লেখা হয়েছে। পড়ুয়াদের জন্য কী কী সুবিধা আছে তা-ও লেখা রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেখানে জানানো হয়েছে, কোনও অভিভাবকের যদি দুই সন্তান এই স্কুলের পড়ুয়া হয়, তা হলে ফি বৃদ্ধির পরেও চলতি বছরে দ্বিতীয় সন্তানের টিউশন ফি-তে দশ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে শুধু চলতি শিক্ষাবর্ষেই এই ছাড় মিলবে। পরের বছর থেকে বর্ধিত হারে ফি দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে, সাউথ পয়েন্ট স্কুলের যে দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে তাতে খরচ প্রায় ৩৫০ কোটি টাকা। সেই খরচ পড়ুয়াদের ফি থেকে নেওয়া হচ্ছে না।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি প্রসঙ্গে বুধবারই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিয়েছিলেন। দেখা যাচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে না। কর্তৃপক্ষের শুভবুদ্ধি উদয়ের আবেদন করেন মন্ত্রী। সাউথ পয়েন্টের নাম নিয়েই তিনি প্রশ্ন তোলেন, ফি

বাড়ানো নিয়ে অভিভাবকদের বিক্ষোভ হবে কেন?

আরও পড়ুন:মাকে খুন করে পুরুষসঙ্গীকে নিয়ে আন্দামানে ছুটি কাটাতে গেলেন বেঙ্গালুরুর তরুণী

ক্ষুব্ধ অভিভাবকদের এক জন পূজা সামন্ত বৃহস্পতিবার জানিয়েছেন, ফি বৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাঁরা মানছেন না। ইতিমধ্যেই কর্তৃপক্ষকে সে কথা জানিয়ে দিয়েছেন। আজ, ম্যান্ডেভিল গার্ডেন্সে জুনিয়র

স্কুলের সামনে তাঁদের পূর্ব নির্ধারিত অবস্থান বিক্ষোভ হবে। সেখানে হাইস্কুলের অভিভাবকেরাও যোগ দেবেন বলে তাঁর দাবি। অভিভাবকদের বক্তব্য, ‘‘এক দিনের বিক্ষোভ নয়। এই আন্দোলন চলবে।’’

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি এ দিন জানান, শিক্ষামন্ত্রী কী বলেছেন, তা তিনি পুরোটা জানেন না। তাই কোনও মন্তব্য করবেন না। কেন তাঁরা ফি বৃদ্ধি করেছেন, সেটা অভিভাবকদের

জানানো হয়েছে। তিনি বলেন,‘‘আমাদের স্কুল কিছু ছাড়ও দিয়েছে। স্কুলে দু’মাসে একসঙ্গে ফি দিতে হয়। চলতি এপ্রিল ও মে-তে আলাদা ভাবে মাইনে দিতে বলা হয়েছে। এতে কিছুটা স্বস্তি পাবেন অভিভাবকেরা।’’ যদিও অভিভাবকদের দাবি, যে ছাড়ের কথা বলছেন স্কুল কর্তৃপক্ষ তাতে তাঁরা স্বস্তি পাচ্ছেন না। ফি না কমালে আন্দোলন চলবে।

অন্য বিষয়গুলি:

South Point School School Fees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE