অবৈধ নির্মাণ নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় পরিবেশ আদালত। সেগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আদালতে তা জানানোর নির্দেশ দেওয়া হল পুরসভাকে। মঙ্গলবার লেকটাউন এলাকার অবৈধ নির্মাণ নিয়ে একাধিক মামলায় এই নির্দেশ দেন কলকাতার জাতীয় পরিবেশ আদালতের (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) বিচারপতি প্রতাপ রায় ও বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রর ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর। সে দিনই দক্ষিণ দমদম পুরসভাকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রের খবর, লেকটাউনের ভিআইপি রোডের ধারে জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ করার বিষয়ে আদালতে মামলা করেছিলেন দ্বৈপায়ন সেনগুপ্ত নামের এক ব্যক্তি। এ ছাড়া জলাভূমির ধার বরাবর অবৈধ নির্মাণ নিয়েও আদালতে মামলা করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এ দিন বিজ্ঞান মঞ্চের আইনজীবী সোমনাথ রায়চৌধুরী বলেন, ‘‘ভিআইপি রোডের ধারে জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। তার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে।’’
এ দিনের শুনানির সময়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী অর্পিতা চৌধুরীও জানান, দূষণ নিয়ে তাঁরা বলতে পারেন। কিন্তু, অবৈধ নির্মাণ নিয়ে বলার এক্তিয়ার তাদের নেই। এর পরেই বিচারপতি দক্ষিণ দমদম পুরসভাকে নির্দেশ দেন, অবৈধ নির্মাণ ও তার বিরুদ্ধে পুরসভা কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানাতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy