Advertisement
০৯ নভেম্বর ২০২৪

উৎকর্ষের নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন বিশৃঙ্খলার কেন্দ্র: রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উষ্মা প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। উৎকর্ষের কেন্দ্র এখন বিশৃঙ্খলার কেন্দ্রে পরিণত হয়েছে বলে তিনি শনিবার মন্তব্য করেছেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন কেশরীনাথ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ১৮:০৬
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উষ্মা প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। উৎকর্ষের কেন্দ্র এখন বিশৃঙ্খলার কেন্দ্রে পরিণত হয়েছে বলে তিনি শনিবার মন্তব্য করেছেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন কেশরীনাথ।

ক্যাম্পাসে একটি সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেশরীনাথ ত্রিপাঠি। তিনি শনিবার বলেছেন, ‘‘একদা উৎকর্ষের কেন্দ্র ছিল যে বিশ্ববিদ্যালয়, তা এখন বিশৃঙ্খলার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।’’ শুক্রবার রাতের ঘটনা নিয়ে উপাচার্য সুরঞ্জন দাসের কাছে থেকে রিপোর্টও তলব করেছেন রাজ্যপাল।

আরও পড়ুন:

ফের ধুন্ধুমার যাদবপুরে, ছবি ঘিরে পড়ুয়া-বিজেপি হাতাহাতি

অন্য বিষয়গুলি:

Jadavpur University Governor Condemns Scuffle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE