Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Alipore Court

‘প্রতারণা’র মামলা সরাতে হট্টগোল

ননীগোপালের অভিযোগ, অবৈধ ভাবে চুক্তিপত্রের ব্যবহার করে ছোট ছোট ভাগে জমি বিক্রি করে দিচ্ছিল অমিত ও তার সঙ্গীরা।

আলিপুর আদালত।

আলিপুর আদালত। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৬:৪৯
Share: Save:

আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত দুই প্রোমোটার-সহ তিন জনকে পুলিশি হেফাজত দিলেন আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় বিচারক। আদালত সূত্রের খবর, একটি জমি অবৈধ ভাবে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার অমিত গঙ্গোপাধ্যায়, সন্দীপ প্রামাণিক ও মনোজ রায়কে গ্রেফতার করা হয়। অভিযোগ, রাজপুর-সোনারপুর পুর এলাকার একটি ফাঁকা জমির উন্নয়ন বাবদ অগ্রিম প্রায় সাড়েতিন কোটি টাকায় মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ওই তিন জন। প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ননীগোপাল সাহা নামে সেই মালিকের চুক্তি হয়েছিল।

ননীগোপালের অভিযোগ, অবৈধ ভাবে চুক্তিপত্রের ব্যবহার করে ছোট ছোট ভাগে জমি বিক্রি করে দিচ্ছিল অমিত ও তার সঙ্গীরা। ননীগোপালের দাবি, বর্তমানে ওই জমির বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা। এর পরেই অমিত-সহ তিন জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ননীগোপাল। শুক্রবার ধৃতদের আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয়।

এ দিন অভিযুক্তদের তরফের আইনজীবীরা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে ওই মামলার শুনানির দাবি করেন। মামলা সরানোর দাবিতে আদালতের মধ্যেই হট্টগোল শুরু করেন অভিযুক্তদের আইনজীবীরা। এর পরেই অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক ওই মামলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে স্থানান্তরিত করেন। সেখানে মামলার শুনানিশুরু হয়। সব পক্ষের বক্তব্য শোনার পরে তিন অভিযুক্তকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান বিচারক।

অন্য বিষয়গুলি:

Advocate Court Chaos Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE