Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Fire Accident

রবীন্দ্র সরণির একটি বাড়ির ছাদে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পুলিশ এবং দমকল সূত্রে খবর, রবিবার রাত পৌনে ১০টা নাগাদ রবীন্দ্র সরণির কাছে একটি বাড়ির ছাদে আচমকা আগুন লাগে। ওই ছাদে একটি গুদাম ছিল।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ২৩:২৫
Share: Save:

রবিবার রাতে আগুন লাগল কলকাতা শহরে। আগুন লেগেছে গণেশ টকিজ়ের কাছে রবীন্দ্র সরণিতে একটি বাড়ির ছাদে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।

পুলিশ এবং দমকল সূত্রে খবর, রবিবার রাত পৌনে ১০টা নাগাদ রবীন্দ্র সরণির কাছে একটি বাড়ির ছাদে আচমকা আগুন লাগে। ওই ছাদে একটি গুদাম ছিল। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। বাড়ির ছাদে কিসের গুদাম ছিল তা এখনও জানা যায়নি। আগুন কী ভাবে লাগল তাও খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE