প্রয়াত শর্বরী দত্ত।
প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। জানা গিয়েছে, তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। তবে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেই মনে করা হচ্ছে। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
বেশ কয়েক দশক ধরে ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন শর্বরী দত্ত। বাংলা চলচ্চিত্র জগতেও তিনি ছিলেন অতি সুপরিচিত নাম। তাঁর হাত ধরেই রঙিন ধুতির চল। এক কথায় ফ্যাশনের জগতে অন্যতম ট্রেন্ড সেটার হয়ে উঠেছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: কৃষক বিলে ‘আপত্তি’, মোদী মন্ত্রিসভা ছাড়লেন অকালি নেত্রী
আরও পড়ুন: বঙ্গে পদ্মের হাত ধরেছে কং! দিল্লিতে বিস্ফোরক ডেরেক, পাল্টা তোপ অধীরের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy