Advertisement
০৫ নভেম্বর ২০২৪

পরিচারিকাকে ‘খুন’, আত্মসমর্পণ বৃদ্ধের

রবিবারের সন্ধ্যায় কাজের চাপ তুলনায় কম। এমন সময়ে থানায় ঢুকলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। কর্তব্যরত অফিসারের কাছে গিয়ে চেয়ার টেনে বসলেন। তাঁর আচরণে ছিল না কোনও অস্বাভাবিকতা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:৩৫
Share: Save:

রবিবারের সন্ধ্যায় কাজের চাপ তুলনায় কম। এমন সময়ে থানায় ঢুকলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। কর্তব্যরত অফিসারের কাছে গিয়ে চেয়ার টেনে বসলেন। তাঁর আচরণে ছিল না কোনও অস্বাভাবিকতা।

তিনি মুখ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। স্থির গলায় পুলিশ অফিসারকে বৃদ্ধ জানান, এ দিন দুপুরে বাড়ির পরিচারিকাকে খুন করেছেন তিনি। কারণ, পারিবারিক অশান্তি। ঘটনাটি নিউ টাউন থানা এলাকার। সেই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুব্রত দালাল। মৃত পরিচারিকার নাম রাধা সরকার (৪০)। বাড়ি কাচরাপাড়ায়। একটি খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত। বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। কর্মসূত্রে দেশে বিদেশে ঘুরেছেন। অবসরকালে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট কিনে থাকছিলেন। তাঁর স্ত্রী থাকেন শিলিগুড়িতে। সন্তানেরা বিদেশে। পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব আছে বলেই জেনেছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় সেই মহিলার দেহ পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ঘর থেকে একটি দা, শাবল, হাতুড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মহিলার ঘাড়ে, বুকে ও হাতে গভীর ক্ষত রয়েছে বলে জানায় পুলিশ।

সূত্রের খবর, গত কিছু বছর ধরে নিউ টাউনে তাঁর ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন রাধা। রাধার সঙ্গে আগেও অশান্তি হয়েছে বৃদ্ধের। এ দিন দুপুরে অশান্তির সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের সামনে থাকা দা, শাবল, হাতুড়ি দিয়ে রাধাকে আঘাত করেন বৃদ্ধ। এর পরেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Murder Maid Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE