ফের কোভিডে মৃত্যু কলকাতায়। নতুন উপরূপ নিয়ে উদ্বেগের মধ্যেই এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হল শহরে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃতের বয়স ৭০। ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বৃহস্পতিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্যন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা হতে থাকায় বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। মৃত্যুর পর রিপোর্ট এলে দেখা যায়, বৃদ্ধা কোভিড পজ়িটিভ ছিলেন।
কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর সন্ধান এখনও এ শহরে মেলেনি বলেই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর। কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে আইসিইউ-তে রোগীও। ফলে এক কোভিড আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, পরিসংখ্যান বৃদ্ধির প্রবণতা উড়িয়ে দেওয়াটা বিপদ ডেকে আনবে। এখনই সতর্ক হতে হবে। তবে আতঙ্কিত নয়।
আরও পড়ুন:
কেরলে কোভিডের উপরূপ জেএন.১-এর খোঁজ মিলতেই প্রতিটি রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শহরের একাধিক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তের ভর্তি থাকার কথা মানছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতরের তরফে শুরু হয়েছে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির পরিদর্শন।