Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus

বাড়িতে পৌঁছল মিড-ডে মিল

২০ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পড়ুয়াপিছু মিড-ডে মিলের বরাদ্দ তিন কিলোগ্রাম করে চাল ও আলু বিতরণ। স্কুলে এসে অভিভাবকেরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা নিয়েছেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৭:০১
Share: Save:

স্কুলবাসে মিড-ডে মিলের চাল ও আলু পৌঁছে দেওয়া হল পড়ুয়াদের বাড়িতে। এ কাজে উদ্যোগী হয়েছে বেলতলা গার্লস স্কুলের প্রাথমিক বিভাগ।

২০ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পড়ুয়াপিছু মিড-ডে মিলের বরাদ্দ তিন কিলোগ্রাম করে চাল ও আলু বিতরণ। স্কুলে এসে অভিভাবকেরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা নিয়েছেন। বেলতলা গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা বাণী দাস জানান, পরিবহণ না-মেলায় দূরে বাড়ি এমন ৬৫ জন পড়ুয়ার অভিভাবক স্কুলে যেতে পারেননি। সাধারণ সময়ে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসার জন্য অভিভাবকদের ঠিক করা কয়েকটি বাস চলে। সিদ্ধান্ত হয়, তেমনই একটি বাসে মিড-ডে মিলের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে। প্রধান শিক্ষিকা বলেন, “ওই বাসমালিককে বলতেই তিনি রাজি হন। কলকাতা জেলা মিড-ডে মিল বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বাস চালানোর অনুমতি নিতে যাই। তাঁরাই পুলিশের অনুমতি-সহ বাকি ব্যবস্থা করে দেন।’’

বৃহস্পতিবার ভবানীপুরের স্কুল থেকে বাস যায় রায়বাহাদুর রোড, ঠাকুরপুকুর, শিবরামপুরে। যাদের বাড়ি সরু রাস্তায় তাদের অভিভাবকদের ডাকা হয়। কয়েক জন অভিভাবক এ দিন জানান, স্কুলে না-যেতে পারায় চাল-আলু পাবেন না বলেই ভেবেছিলেন। ওই খাদ্যসামগ্রী এই পরিস্থিতিতে খুব দরকার বলেও জানান তাঁরা।

আরও পড়ুন: ফেরাল অন্যেরা, দগ্ধ শিশু ভর্তি পিজি-তে

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown Mid-day Meal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy