Advertisement
২৭ নভেম্বর ২০২৪
Coronavirus

জরুরি পরিষেবার জন্য কিছু রুটে বাস চালু, চলবে সীমিত ওলা-উবর

তবে এই রুটগুলি শুধু মাত্র জরুরি পরিষেবার জন্যেই।

জরুরি পরিষেবা দিতেই কিছু রুটে বাস চালানোর সিদ্ধান্ত। —নিজস্ব চিত্র।

জরুরি পরিষেবা দিতেই কিছু রুটে বাস চালানোর সিদ্ধান্ত। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১১:৫৩
Share: Save:

লকডাউনের মধ্যেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। সোমবার বিকেল থেকে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের কাজে বেরতেই হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্যে ওই রুটগুলিতে বাস চালানো হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। তবে এই রুটগুলি শুধু মাত্র জরুরি পরিষেবার জন্যেই। সেই সঙ্গে কলকাতায় অনলাইন অ্যাপ ক্যাব একমাত্র জরুরি এবং অপরিহার্য যাতায়াতের জন্য, সীমিত সংখ্যক গাড়ি চালাবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

আপাতত ৬টি রুটে এই পরিষেবা চালু থাকছে। যেহেতু বিমান পরিষেবা বন্ধ, তাই বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে আর বাস চালানো হচ্ছে না। এখন যে রুটগুলি চালু থাকবে, তা হল— হাওড়া স্টেশন থেকে কামালগাজি। এসপ্ল্যানেড থেকে আমতলা। হাওড়া স্টেশন থেকে নিউডাউন, ডানলপ থেকে বালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া, জোকা থেকে বারাসত।

রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, রজনবীর সিংহ কপূর বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব জরুরি পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’’

বাসে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: খাবারের সঙ্কট যেন না হয়: প্রশাসনকে মমতা​

এই রুটগুলিতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা দেবে পরিবহণ দফতর। এই রুটগুলিতে যে বাসগুলি চলবে, সেগুলিতে আগে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীর সংখ্যা যাতে বেশি না হয়, সে দিকেও নজর দেওয়া হবে। এক পরিবহণ কর্তা জানালেন, ‘‘বাসের আসন সংখ্যার চেয়ে কম যাত্রী তোলা হবেসোশাল ডিসটেন্সিং’-এর জন্য।’’

আরও পড়ুন: নেই বিদেশ সফরের ইতিহাস, রাজ্যে মিলল নতুন করোনা-আক্রান্তের খোঁজ​

পরিবহণ দফতরের একটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, উবর এবং ওলা সীমিত সংখ্যাক ক্যাব চালাচ্ছে জরুরি ও অপরিহার্য পরিষেবার জন্যে। যাত্রী পরিবহণে কোনও রকম সমস্যা হলে, ফোনও করা যাবে। তার জন্যে বেশ কয়েকটি নম্বর চালু হল। ০৩৩-২২৩৬ ১৯১৬, ০৩৩-২২৩৬০৪৬২,৯৪৩২০২২১৪৭,৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২। যে কোনও সমস্যায় হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানানো যাবে। নম্বর হল — ৯৮৩০১৭৭০০০। ওলা এবং উবরের কন্ট্রোল নম্বর হল— ৯৪৩৪৩১৫৮৯২,৮৩৩৫০০২১৩৩, ৯৪৩৪৫৫৪৯৪।

অন্য বিষয়গুলি:

West Bengal lockdown Coronavirus COVID-19 Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy