রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত এক প্রাক্তন সেনাকর্মীকে
জাত, ধর্ম তুলে হেনস্থার অভিযোগ উঠল। ওই নিরাপত্তারক্ষী অভিযোগে জানিয়েছেন, ক্যাম্পাসের মধ্যেই তাঁকে মারধর এবং জাত-ধর্ম তুলে হেনস্থা করা হয়েছে। এর পরে দোষীদের বিচার না করে তাঁকেই মৌখিক ভাবে বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাস
থেকে জোড়াসাঁকো ক্যাম্পাসে বদলি করা হয়েছে।
ওই নিরাপত্তারক্ষী জানান, গত ১১ ফেব্রুয়ারি তাঁর কাছে খবর আসে, ক্যাম্পাসে এক ক্যান্টিন পরিচালক মাদক পাচার করছেন। তিনি ওই ব্যক্তিকে আটকে তাঁর ব্যাগ তল্লাশি করেন। কিন্তু ব্যাগে কিছু পাওয়া যায়নি। ওই রক্ষীর অভিযোগ, এর পরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মীদের একাংশ বহিরাগতদের নিয়ে তাঁর উপরে চড়াও হন। চড়-থাপ্পড় মেরে জাত-ধর্ম তুলে গালিগালাজ করা হয়। তাঁকে দিয়ে জোর করে কিছু লিখিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
এই ঘটনায় নাম জড়িয়েছে ক্যাম্পাসের তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবগোপাল দাসের। যদিও দেবগোপাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখুন।’’ অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় বলেন, ‘‘গোটা বিষয়টির তদন্ত হবে!’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)