Advertisement
০২ নভেম্বর ২০২৪

পুলিশের মানবিক মুখ

পুলিশের মানবিক মুখ দেখল শহর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:০৩
Share: Save:

পুলিশের মানবিক মুখ দেখল শহর।

পুলিশ জানায়, শনিবার রাতে হাওড়া থেকে বাসে উঠেছিলেন তপসিয়ার বাসিন্দা, পেশায় ওযুধ সংস্থার কর্মী গৌতম মাইতি। তিনি নেমে যান সিআইটি রোডে লেডিজ পার্কের কাছে। কিন্তু সঙ্গে থাকা ব্যাগটি নিতে ভুলে যাওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট সারকান আহমেদকে ঘটনাটি জানান। ওই যাত্রীকে তাঁর বাইকে চাপিয়ে বাসটির পিছু ধাওয়া করেন সার্জেন্ট। বাসের টিকিটের সূত্র ধরে বাইপাসে পরমা আইল্যান্ডের কাছে বাসটিকে ধরেন তিনি। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে বাসযাত্রী গৌতমবাবু বলেন, ‘‘পুলিশের এ-হেন ভূমিকাকে প্রশংসা করতেই হয়। ওই সার্জেন্ট না থাকলে ব্যাগ ফেরত পেতাম না।’’ কলকাতা পুলিশের এক ট্র্যাফিক কর্তা বলেন, ‘‘ওই ট্র্যাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হবে।’’

অন্য বিষয়গুলি:

Humanitarian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE