Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bengali

তৃতীয় ঢেউয়ের চিন্তা উড়িয়েই পুজোয় বেড়ানোর পরিকল্পনা

পর্যটকদের অনেকেই যে পুজোয় বেড়ানোর পরিকল্পনা পুরোদস্তুর শুরু করে দিয়েছেন, অক্টোবরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের টিকিটের চাহিদা থেকেই তা স্পষ্ট।

ফাইল চিত্র

চন্দন বিশ্বাস
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২১ ০৬:০২
Share: Save:

করোনার প্রকোপ খানিকটা কমতেই এক দিকে যেমন বিধিনিষেধ উড়িয়ে শুরু হয়ে গিয়েছে রাস্তায় বেরোনো, অন্য দিকে ভ্রমণপ্রিয় বাঙালির অনেকে এখন থেকেই ছকতে শুরু করেছেন পুজোয় বেড়ানোর পরিকল্পনা। এ দিকে, সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ এ দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের অনেকেরই। সে ক্ষেত্রে দলে দলে বেড়াতে গিয়ে নতুন বিপদ ডেকে আনবেন না তো পর্যটকেরা? প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

পর্যটকদের অনেকেই যে পুজোয় বেড়ানোর পরিকল্পনা পুরোদস্তুর শুরু করে দিয়েছেন, অক্টোবরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের টিকিটের চাহিদা থেকেই তা স্পষ্ট। আর এই চিত্র সামনে আসতেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা বলছেন, করোনা এখনও বিদায় নেয়নি। বরং তা আরও ভয়াবহ রূপে ফিরে এসে তৃতীয় হামলা চালাতে পারে। তাই এই সময়ে সাবধান হওয়াটা একান্ত জরুরি।

শহরের একাধিক ভ্রমণ সংস্থা জানাচ্ছে, অনেকেই তাদের কাছে বেড়ানোর ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছেন। এ বছর পুজোর সময়ে পরিস্থিতি কেমন থাকবে, তার কোনও নিশ্চয়তা না-থাকা সত্ত্বেও অনেকে ইতিমধ্যেই বেড়ানোর পরিকল্পনা ছকে ফেলেছেন। ট্রেনের টিকিটও কেটে রাখছেন অনেকে। কেউ আবার কয়েক কদম এগিয়ে বিভিন্ন রিসর্ট বা হোটেল-ও বুক করার প্রক্রিয়া শুরু করেছেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘পুজোর আগে প্রতি বছরই টিকিটের চাহিদা বাড়ে। এ বছরও ওই সময়ে উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেনের টিকিটের চাহিদা খুব বেশি। সেই সঙ্গে উত্তর ভারতগামী একাধিক ট্রেনেও টিকিটের চাহিদা বাড়ছে।’’

এ বছর অন্যান্য রাজ্যে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সেখানকার স্থানীয় প্রশাসনের একাধিক বিধিনিষেধ মানতে হবে পর্যটকদের। কয়েকটি রাজ্যে প্রবেশের ক্ষেত্রে কোভিড পরীক্ষার রিপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে। সেই কারণে এ বছর পশ্চিমবঙ্গের মধ্যেই ঘুরতে যাওয়ার ঝোঁক সব থেকে বেশি। উত্তরবঙ্গ রয়েছে পছন্দের শীর্ষে।

পুজোর ছুটিতে উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করেছেন উল্টোডাঙার বাসিন্দা দীপক বসু। তাঁর কথায়, ‘‘অনেক দিন ধরে ঘরবন্দি রয়েছি। গত বছরও পুজোর সময়ে হিমাচলপ্রদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়। এ বছর তাই উত্তরবঙ্গে যাব ঠিক করেছি। যাওয়া হোক বা না হোক, ট্রেনের টিকিটটা কেটে রেখেছি।’’

শহরের একটি ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত কৌশিক বসু বললেন, ‘‘কোভিডের সংক্রমণ নিম্নমুখী হতেই অনেকে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। প্রতিদিনই বেশ কিছু ফোন আসছে। বেশির ভাগই উত্তরবঙ্গে যেতে চান। অনেকে বুকিংয়ের প্রক্রিয়াও শুরু করেছেন।’’

‘ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এর সাধারণ সম্পাদক নীলাঞ্জন বসু বললেন, ‘‘কোভিডের কারণে অনেকেই পুজোর সময়ে রাজ্যের ভিতরে ঘুরতে যেতে চাইছেন। সে ক্ষেত্রে অধিকাংশেরই পছন্দ উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে।’’

বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার বললেন, ‘‘এত কিছুর পরেও মানুষ যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তা হলে তৃতীয় ঢেউ আটকানো মুশকিল। সরকারি বিধিনিষেধ উড়িয়ে এ বছর এ ভাবে বেড়াতে গেলে সংক্রমণ আবার বাড়তে পারে। সে ক্ষেত্রে তৃতীয় ঢেউ আরও ভয়ঙ্কর হবে।’’

অন্য বিষয়গুলি:

Bengali durga pujo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy