Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Junior Doctors’ Hunger Strike

অনশনমঞ্চে গুরুতর অসুস্থ অনুষ্টুপ, পেটে যন্ত্রণা, ভর্তি করানো হল মেডিক্যাল কলেজের সিসিইউতে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। শনিবার সন্ধ্যা থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর।

গুরুতর অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়।

গুরুতর অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ২৩:১৩
Share: Save:

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করানো হল জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। শনিবার সন্ধ্যা থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। তার পরই অনুষ্টুপের শারীরিক পরীক্ষা করা হয়। দেওয়া হয় ওযুধও। কিন্তু তাতে কমেনি তাঁর পেটে যন্ত্রণা। তখনই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে অনুষ্টুপকে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়। সেখানে চিকিৎসকেরা অনুষ্টুপের স্বাস্থ্যপরীক্ষা করার পর তাঁকে সিসিইউতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

অনুষ্টুপের চিকিৎসার জন্য ৮ জন চিকিৎসকের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই দলে থাকা চিকিৎসক সৌমিত্র ঘোষ জানান, অনুষ্টুপের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শনিবার রাত পর্যন্ত হাসপাতালে রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অঞ্জন অধিকারী। তিনিও অনুষ্টুপের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন।

গত ৫ অক্টোবর ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছিলেন ছ’জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যেই ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্টুপ। টানা সাত দিন সেখানেই অন্যদের সঙ্গে অনশন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। তিনি জুনিয়র ডাক্তারদের জানান, তাঁর মূত্রের সঙ্গে রক্ত বার হচ্ছে। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা তাঁকে পরীক্ষা করেন। প্রয়োজনীয় ওষুধও দেন। কিন্তু তার পরেও কমেনি পেটে ব্যথা। তখনই আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা সিদ্ধান্ত নেন তাঁকে অনশন করতে দেওয়া যাবে না। ভর্তি করাতে হবে হাসপাতালে। সেই মতোই রাতেই কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন পর্যন্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে দেখছেন।

শনিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করানো হয়েছে। তার আগে গত বৃহস্পতিবার রাতে ধর্মতলার অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়ায় আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করাতে হয়। আরজি করেই এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ছ’জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন আরজি করের অনিকেত। এ ছাড়াও উত্তরবঙ্গের দু’জনও অনশন শুরু করেছিলেন। অনিকেতের পর অনুষ্টুপও অসুস্থ হয়ে পড়লেন। তবে এখনও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। অনশনের জেরে তাঁরাও শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁদের সঙ্গে শুক্রবার রাতে আরও দু’জন জুনিয়ার ডাক্তার আমরণ অনশনে যোগ দিয়েছেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। অনুষ্টুপের পাশাপাশি আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যের অসুস্থ হওয়ার খবর ছড়ায়। শোনা যায় তাঁকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে, সেই খবর ঠিক নয় বলে জানান পুলস্ত্য। তিনি বলেন, “একদম ঠিক আছি। আমি এখনও সুস্থ পুরোপুরি। আমার কিছু হয়নি।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE