মেট্রো রেলের চাঁদনি চক স্টেশন। শনিবারের নিজস্ব চিত্র।
ফের মেট্রোতে ধোঁয়া, আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। এ বার দমদমগামী মেট্রোতে ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঁদনি চক স্টেশনে মেট্রো পৌঁছতেই যাত্রীদের দ্রুত নামিয়ে রেকটি খালি করে দেওয়া হয়।
মেট্রো সূত্রে খবর, শনিবার দুপুর ১টা ৩৫মিনিট নাগাদ একটি এসি রেকের কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি জানার পরেই মেট্রো চালক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। চাঁদনিতে মেট্রো থামতেই ১টা ৪২ মিনিটের মধ্যে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছেন মেট্রো কর্তারা। তাঁদের দাবি, এই ঘটনার জন্য সাময়িক দেরি হয় মেট্রো চলাচলে। তবে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
ইতিমধ্যেই কলকাতা মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর তুলনা টানতে শুরু করেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা এবংরেক অত্যাধুনিক। অন্য দিকে, কলকাতা মেট্রোয় প্রায়ই ধোঁয়া অথবা আগুনের ফুলকি দেখা যাচ্ছে। কখনও দরজা বন্ধ হচ্ছে না। নানা কারণে, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। মেট্রো রেলের এক কর্তা বলেন, “এ দিন ওই এসি রেকে কী কারণে ধোঁয়া দেখা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আরও পড়ুন- শহরে নিয়ম ভাঙাই যেন ‘নিয়ম’ স্কুলগাড়ির
আরও পড়ুন- স্মৃতি সঙ্গী করে তৃপ্তির সফর নয়া মেট্রোয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy