Advertisement
০৮ নভেম্বর ২০২৪

সুড়ঙ্গে হাঁটছে কেউ, থেমে গেল মেট্রো

এ যেন সিনেমার দৃশ্য। প্রায়ান্ধকার সুড়ঙ্গে লাইনের উপরে জোরে হাঁটছেন এক জন, আর পিছনে ছুটে আসছে ট্রেন। সিনেমা নয়, এমনই ঘটেছে মঙ্গলবার রাতে, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন সংলগ্ন সুড়ঙ্গে। চলন্ত মেট্রোর সামনে এক ব্যাক্তিকে দেখে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে এসি রেকটি আটকে থাকে সুড়ঙ্গে। তার পরে আবার যাত্রা শুরু করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:৩৯
Share: Save:

এ যেন সিনেমার দৃশ্য। প্রায়ান্ধকার সুড়ঙ্গে লাইনের উপরে জোরে হাঁটছেন এক জন, আর পিছনে ছুটে আসছে ট্রেন।

সিনেমা নয়, এমনই ঘটেছে মঙ্গলবার রাতে, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন সংলগ্ন সুড়ঙ্গে। চলন্ত মেট্রোর সামনে এক ব্যাক্তিকে দেখে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে এসি রেকটি আটকে থাকে সুড়ঙ্গে। তার পরে আবার যাত্রা শুরু করে।

মেট্রো সুড়ঙ্গে আটকে পড়ায় ভিতরে থাকা যাত্রীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। বিগত সময়ে মেট্রো আটকানোর ঘটনা মাথায় থাকায় আতঙ্কিত হয়ে যাত্রীরা পরিচিতদের ফোন করতে শুরু করে দেন। পরে ট্রেন ছাড়লে কামরায় স্বস্তি ফেরে।

অভিযোগ, প্রায় দশ মিনিটের বেশি সুড়ঙ্গে মেট্রো আটকে থাকলেও কোনও ঘোষণা তো দূর অস্ত্, মেট্রো কর্তৃপক্ষ বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি বলে দায় এড়ানোর চেষ্টা করেন। মেট্রোর তরফে দাবি করা হয়, যান্ত্রিক ত্রুটির জেরেই ট্রেন সুড়ঙ্গের মধ্যে আটকে গিয়েছিল। তবে কী সেই ত্রুটি, তা অবশ্য তাঁরা জানাননি।

আগেও সুড়ঙ্গে লোক ঢোকার ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোয়। দমদম স্টেশন থেকেও এক বার এক ব্যাক্তি সুড়ঙ্গে দৌড় দিয়েছিলেন। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক অবসাদগ্রস্ত। পরে এসপ্ল্যানেডেও এমন ঘটনা ঘটে। দু’টি ক্ষেত্রেই পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তাঁদের ধরে ফেলেন। এ বারের ঘটনায় প্রশ্ন উঠেছে, রেল বোর্ড বার বার যাত্রী-নিরাপত্তায় গুরুত্ব দিতে বলা সত্ত্বেও মেট্রোর সুড়ঙ্গের নিরাপত্তা কী করে আলগা হয়ে গেল?

রেলকর্তারা যে নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছেন, তা পূর্ব রেলে নিরাপত্তার বিষয়ে বিশেষ পুরস্কার চালু করা থেকেই স্পষ্ট। এ বছর ১২ জন কর্মীকে ওই পুরস্কার তুলে দিয়েছেন জি এম আর কে গুপ্ত। মঙ্গলবার এক অনুষ্ঠানে ওই পুরস্কার বিতরণ করা হয়। এ বার থেকে রেলের নিরাপত্তার বিধি যেখানে লঙ্ঘন হচ্ছে, সেটা ধরে দেওয়া বা যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনও বিশেষ কাজ করে দেখালেই পুরস্কার পাবেন কর্মীরা। অথচ এ দিনই তার উল্টো চিত্র দেখলেন যাত্রীরা।

মেট্রো চালু থাকাকালীন বিনা কারণে সুড়ঙ্গে ঢুকলেন কে? কেন এবং কী ভাবেই বা তিনি ঢুকলেন সুড়ঙ্গে? এ সব নিয়ে প্রশ্ন উঠেছে মেট্রোর অন্দরেই। কর্তারা যা-ই বলুন না কেন, মেট্রোর একটি সূত্রে খবর, এক মেট্রোকর্মী ভিতরে গিয়েছিলেন। চালক দেখতে পেয়ে ট্রেন থামিয়ে তাঁকে তুলে নেন।

কিন্তু তিনি কেন গিয়েছিলেন? যদি ওই ব্যক্তি ভিতরে ঢুকেই থাকেন, তবে মেট্রো কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট স্টেশন মাস্টার তা জানবেন না, এটা সম্ভব নয়। কিন্তু সব পক্ষই এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। কেউ না জানলেও স্টেশনের সিসিটিভি ফুটেজে অবশ্য ওই ব্যক্তির সুড়ঙ্গে নেমে যাওয়ার দৃশ্য দেখতে পাওয়ার কথা। এখন সেটাই তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনাটি শুনে মেট্রোর কেউ কেউ আবার মজা করে বলছেন, ‘চালক ভূত দেখেননি তো!’

অন্য বিষয়গুলি:

metro police cctv esplanade security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE