ইস্তফা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। ফাইল ছবি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত। তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন গোপাল মুখোপাধ্যায়।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলাচ্ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। ভোট পরবর্তী সন্ত্রাস মামলা থেকে শুরু করে নারদ মামলা, রাজ্যের হয়ে সওয়াল করছিলেন কিশোর দত্ত। ইস্তফা পত্রে কিশোর জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন। রাজ্যপাল ধনখড় ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে টুইটে জানিয়েছেন।
In terms of Article 165 of the Constitution have accepted with immediate effect resignation submitted by Shri Kishore Datta, Senior Advocate, as Advocate General of State of West Bengal @MamataOfficial with immediate effect. pic.twitter.com/IKK0Iu4qeG
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 14, 2021
কিশোর দত্ত নিজের ইস্তফার চিঠি রাজ্যপালের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও পাঠিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy