অ্যাপ-ক্যাবের ন্যূনতম ভাড়া নির্ধারণের দাবিতে সিটু অনুমোদিত অ্যাপ-ক্যাব চালক সংগঠন আগামিকাল, বৃহস্পতিবার সকাল থেকে ‘অফলাইন’ হয়ে মিছিল করার ডাক দিয়েছে। ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আর এক বামপন্থী সংগঠন এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব চালক সংগঠন। ওই দিন এই কর্মসূচির জেরে পরিষেবা ব্যাহত হতে চলেছে।
একাধিক অ্যাপ-ক্যাব চালক সংগঠনের অভিযোগ, বেসরকারি ক্যাব সংস্থা যাত্রী পেতে প্রায়ই কম ভাড়ার সুযোগ দিচ্ছে। যাত্রীরা ওই সুযোগ নেওয়ায় সরকারি অ্যাপ থেকেও চালকেরা বুকিং পাচ্ছেন না। বেসরকারি সংস্থার অ্যাপ থেকে সওয়ারি নিতে গিয়ে বেশি টাকা কমিশন দিতে হচ্ছে। ট্রিপ পিছু আয় প্রায়ই খরচের সমান বা বেশি হচ্ছে। গরমে যাত্রীদের এসি চালানোর দাবি বাড়লে ব্যবসা চালানো কঠিন হবে বলে জানাচ্ছেন চালকেরা। তাই সব ক্যাব সংস্থার ভাড়ার ন্যূনতম হার বেঁধে দেওয়ার দাবি তাঁদের।
অভিযোগ, শহরে সিএনজি পাম্প পর্যাপ্ত না থাকায় জ্বালানি খাতেও সাশ্রয় হচ্ছে না। ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর তরফে মঙ্গলবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে স্মারকলিপি দিয়ে বাতানুকূল ক্যাবে তিন কিলোমিটারে ন্যূনতম ১৫০ টাকা এবং ৫ কিলোমিটারে ২০০ টাকা ভাড়ার দাবি জানানো হয়েছে। বাতানুকূল ক্যাবে কিলোমিটার প্রতি ৩০ টাকা এবং নন-এসি ক্যাবে ২৫ টাকা ভাড়ার দাবি জানিয়েছে সিটু। বাইক ট্যাক্সির ভাড়া প্রতি কিলোমিটারে ১২ টাকা করতে বলা হয়েছে। এআইটিইউসি-র পরিবহণ কর্মী সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘ওই মিছিলকে সমর্থন করছি।’’ তৃণমূল পরিচালিত সংগঠন এবং অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড অবশ্য মিছিল সমর্থন করছে না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)