Advertisement
২২ নভেম্বর ২০২৪
christmas

বড়দিনের রাতে অস্ত্র-সহ গ্রেফতার যুবক, অভব্যতার জন্য শহর জুড়ে আটক ৬৯০

বড়দিনের রাতে শহরের বিভিন্ন প্রান্তে মদ্যপান করে অভব্যতার জন্য ৬৯০ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের উইনার্স, শক্তি-সহ বিভিন্ন শাখা বড়দিনের সন্ধ্যা থেকে গভীর রাত অবধি যেমন রাস্তায় নজরদারি করেছে, পাশাপাশি নজরদারি ছিল রাস্তার যানবাহনেও।

শেখ সামির নামে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং বুলেট পাওয়া গিয়েছে। নিজস্ব চিত্র।

শেখ সামির নামে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং বুলেট পাওয়া গিয়েছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১১:১৭
Share: Save:

বড়দিনের রাতে নাকা চেকিং করতে গিয়ে আগ্নেয়াস্ত্র-সহ যুবককে হাতেনাতে ধরল পুলিশ। শেখ সামির নামে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং বুলেট পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জোড়াবাগান এলাকায় রুটিন নাকা চেকিং চলছিল। সেই সময় এক বাইক আরোহীর তল্লাশির সময়ে ওই অস্ত্র মেলে। কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকদের দাবি, শেখ সামিরের বিরুদ্ধে অতীত অপরাধের নজির রয়েছে। সামির ওরফে দাতন আনন্দপুরের মার্টিন পাড়ার বাসিন্দা। সেখানে সে পরিচিত দুষ্কৃতী।

বড়দিনের রাতে শহরের বিভিন্ন প্রান্তে মদ্যপান করে অভব্যতার জন্য ৬৯০ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের উইনার্স, শক্তি-সহ বিভিন্ন শাখা বড়দিনের সন্ধ্যা থেকে গভীর রাত অবধি যেমন রাস্তায় নজরদারি করেছে, পাশাপাশি নজরদারি ছিল রাস্তার যানবাহনেও।

হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য জরিমানা করা হয়েছে ৫৮৯ জনকে। বাইকের উপযুক্ত নথি না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে ১৮টি বাইক। মদ্যপান করে গাড়ি এবং বাইক চালানোর জন্য মামলা করা হয়েছে ১৫৮ জনের বিরুদ্ধে। বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। গোলমালের আশঙ্কা থেকে গ্রেফতার করা হয়েছে ৭৫ জনকে।

ঠিক একই ভাবে বড়দিনের আগের রাতেও শহর জুড়ে নাকা তল্লাশি এবং কড়া নজরদারি রেখেছিল পুলিশ। সেই নজরদারিতে ১৬৪৮টি মামলা করেছে পুলিশ। তার মধ্যে বেপরোয়া ভাবে গাড়ি চালানো থেকে শুরু করে মদ্যপান করে গাড়ি চালানোর মতো অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ ভাবেই কড়া নজরদারি রাখা হবে শহরের সমস্ত প্রান্তে। যাতে উৎসবের সময়ে কোনও অঘটন না ঘটে। কোনও রকম সমস্যা না হয় সাধারণ মানুষের।

অন্য বিষয়গুলি:

Christmas Christmas Eve Kolkata Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy