Advertisement
১৪ অক্টোবর ২০২৪
R G Kar Hospital Incident

‘থ্রেট’! আরজি করের সাসপেন্ড হওয়া ৫১ জন চিকিৎসক হাই কোর্টে, মামলা দায়েরের অনুমতি

সোমবার বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করেন আরজি করের সাসপেন্ড হওয়া চিকিৎসকেরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী ১৮ অক্টোবর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৩:৫৮
Share: Save:

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র ডাক্তার। সোমবার বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী ১৮ অক্টোবর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

এই ৫১ জনের মধ্যে হাউস স্টাফ, জুনিয়র ডাক্তারেরাও রয়েছেন। এদের প্রত্যেকেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। গত সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের কলেজ কাউন্সিল ৫১ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই ৫১ জনের বিরুদ্ধে হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি চালানো, আতঙ্কের পরিবেশ তৈরি করারও অভিযোগ রয়েছে।

হাসপাতালে ভয় দেখানোর অভিযোগে সরব হন আরজি কর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে অভিযোগ। দেওয়া হয় কয়েক জনের নামও। সেই তালিকায় থাকা অভিযুক্তদের তলব করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরজি করের স্পেশ্যাল কাউন্সিল বৈঠকে বিষয়টি উত্থাপিত করেন রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা। তার পরই নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ ওঠে, হাসপাতালের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন কয়েক জন চিকিৎসক। ফলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠিও দেন তাঁরা। সেই চিঠির ভিত্তিতেই ৫১ জনকে তলব করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court suspend
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE