পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাত সাড়ে ১১টা নাগাদ আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম বিনোদ রাও এবং মহম্মদ আফতাবউদ্দিন। নারকেলডাঙার বাসিন্দা আফতাবউদ্দিনের বয়স ২২। আর ৩৯ বছর বয়সি বিনোদ থাকেন পার্ক লেনে। পুলিশের দাবি, বিনোদই ডাকাতির গোটা পরিকল্পনার নেপথ্যে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে উঠে আসে আফতাবউদ্দিনের নাম। বুধবার রাতে তাঁর বাড়ি হানা দেয় পুলিশ। রাত সাড়ে ১১টা নাগাদ আফতাবউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনটিও। টাকা এবং ফোন একটি ব্যাগে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৯ (৬) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।
আরও পড়ুন:
মঙ্গলবার বিকেলে পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে নগদ সাত লক্ষ ৩০ হাজার টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুধবার দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। রফি আহমেদ কিদোয়াই রোডে পাঁচতলা একটি বহুতলের উপরের তলায় অফিস রয়েছে ওই প্রযোজনা সংস্থার। সেখানে বেশ কয়েক জন কর্মী কাজ করেন। অভিযোগ, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কয়েক জন যুবক অফিসে ঢোকেন। ঢুকেই তাঁরা অফিসে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দেখিয়ে সমস্ত চাবি নিয়ে নেন বলে অভিযোগ। এর পর অফিসে রাখা নগদ টাকা ব্যাগে ঢুকিয়ে চম্পট দেন। খোয়া যায় সাত লক্ষ ৪০ হাজার টাকা। রাতেই পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই ঘটনাতেই গ্রেফতার হলেন দু’জন।