শহরে তিন মঞ্চের তিন কর্মসূচি রয়েছে শুক্রবার। চলছে এসএসসি দফতরে চাকরিহারাদের অভিযান। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যাচ্ছেন আর এক দল চাকরিহারা শিক্ষক। কেউ আবার ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবিতে যাচ্ছেন সিবিআইয়ের দফতরে। সকলেরই দাবিগুলি মোটামুটি একই রকম, অথচ এক ছাতার তলায় আসতে পারেননি তাঁরা। তবে চাকরিহারা এবং চাকুরিজীবীদের তিন সংগঠনের তিন পৃথক কর্মসূচি ঘিরে শুক্রবার দুপুরে কার্যত স্তব্ধ কলকাতার একাংশ।
এসএসসি ভবন অভিযান
শুক্রবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। বেলা ১২টা নাগাদ শুরু হয় মিছিল। দুপুরে এসএসসি দফতরের সামনে মিছিল পৌঁছোয়। তীব্র রোদ উপেক্ষা করে চাকরিহারারা রাস্তার উপরেই বসে পড়েন। প্রসঙ্গত, কালও এঁরা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন।
বৃহস্পতিবার থেকে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করেছেন তিন জন চাকরিহারা শিক্ষক। রোদ-ঝড়বৃষ্টি মাথায় নিয়ে এখনও সেখানেই ঠায় বসে রয়েছেন তাঁরা। অনশনকারীদের মধ্যে আছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। যেখানে অনশন চলছে, শুক্রবার দুপুরে সেখানে গিয়েই শেষ হয় মিছিল। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও সেখানেই অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা।
আরও পড়ুন:
বিকাশভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক
শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে গেলেন চাকরিহারাদের একাংশ। শুক্রবার দুপুরে ব্রাত্য তাঁদের সঙ্গে কথা বলবেন। ওই বৈঠকে চাকরিহারাদের আট জন প্রতিনিধি যেতে পারেন বলে রাজ্যের তরফে জানানো হয়। কিন্তু শিক্ষকদের তরফে ১২ জন প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। বিকাশ ভবনে শুরু হয়ে গিয়েছে বৈঠকের তোড়জোড়ও।
অন্য দিকে, এসএসসি দফতরের সামনে বসে থাকা অনশনকারীদের প্রতিনিধি সুমন-সহ তিন জন শিক্ষকও বিকাশভবনের বৈঠকে থাকার অনুমতি চেয়েছিলেন। আলাদা করে শিক্ষামন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছিলেন তাঁরা। সুমন ছাড়াও চিঠিতে নাম ছিল সুদীপ কোনার এবং মৌসুমি চট্টরাজের। ‘যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ’ নামে এক মঞ্চের পক্ষ থেকে কয়েকশো চাকরিহারার প্রতিনিধি হিসাবে তাঁরা বিকাশ ভবনে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি। এর পর বিকাশ ভবনের সামনে বসে পড়েছেন ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ। যাঁরা ভিতরে ঢুকেছেন, আর যাঁরা বাইরে রয়েছেন, তাঁদের মধ্যে যেন চলছে অদৃশ্য টানাপড়েন।
সিবিআই দফতর অভিযান
‘সংগ্রামী যৌথ মঞ্চের’ তরফে একটি প্রতিনিধি দল বেলা ৩টের সময় সিবিআই দফতরে যাবে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে। এই মঞ্চে চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি রয়েছেন শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মচারীরাও। অতীতে মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতেও রাজ্যের বিরুদ্ধে একাধিক বার সুর চড়িয়েছিল এই ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। এ বার তারাই নামছে এসএসসি-র চাকরিহারাদের হয়েও।