Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
CPIM

দু’পক্ষের কোর কমিটি গড়ে আসন সমঝোতায় কং-বাম

কলকাতায় বাম-কংগ্রেস জোটের মিছিল সোমবার। রাজ্য জুড়ে যৌথ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হল দু’পক্ষের প্রথম বৈঠকে

বৈঠকে বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। নিজস্ব চিত্র

বৈঠকে বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২২:০৪
Share: Save:

বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের আসন সমঝোতা হবে দু’তরফের কোর কমিটির সিদ্ধান্ত এবং আলোচনার ভিত্তিতে। মঙ্গলবার জোটের প্রথম বৈঠকে তেমনই সিদ্ধান্ত হয়েছে বলে জোট সূত্রের খবর। বৈঠকে প্রত্যাশিত ভাবেই আসন ভাগাভাগির বিষয়টি উঠেছিল। তখন ঠিক হয়, জেলা স্তরে নেতাদের পরামর্শ নিয়ে আসনরফার বিষয়টি ঠিক হবে। তার পরেই দু’পক্ষের নেতারা সিদ্ধান্ত নেন কংগ্রেস এবং বামফ্রন্ট— দু’তরফেই একচি করে কোর কমিটি গঠন করে দেওয়া হবে। তারাই রাজ্য জুড়ে নিজ নিজ দলের জেলার নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তার পর দুই কমিটির মধ্যে আলোচনার ভিত্তিতে কে কোন আসনে লড়বে, তা ঠিক করা হবে।

তবে তার আগে দু’পক্ষের যৌথ রাজনৈতিক কর্মসূচি নেওয়া শুরু হয়ে যাবে। তার মুখপাত হবে আগামী সোমবার। নরেন্দ্র মোদী সরকারের নানা ‘জনবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। তার আগে, ২৩ নভেম্বর, সোমবার কলকাতায় যৌথ মিছিল করবে বামফ্রন্ট এবং কংগ্রেস। মঙ্গলবারের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঠিক হয়েছে, শুধু ভোটকে কেন্দ্র করে নয়। তৃণমূল ও বিজেপি-র বাইরে ‘তৃতীয় শক্তি’ হিসাবে শক্তিশালী বিকল্প তৈরির উদ্দেশ্যে জেলায় জেলায় দু’দল একসঙ্গে আন্দোলন করবে। আরও বেশি করে যৌথ কর্মসূচিতে অংশ নেবে।

উৎসবের মরসুম শেষ হতেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। এক দিকে যেমন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে, অন্য দিকে লড়াইয়ের নীল নকশা তৈরি করতে এ দিন বৈঠকে বসেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। তবে এ দিনের বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে চূডান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। ঠিক হয়েছে, আগামীদিনে একসঙ্গে আন্দোলনে নামবে দু’দলই।

আরও পড়ুন: অধীর-মান্নানের সঙ্গে ত্বহা সাক্ষাৎ এড়িয়ে গেলেন, বাড়ছে জল্পনা

এ দিন রিপন স্ট্রিটে আলোচনায় বসেছিলেন বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেসের নেতারা। বামেদের তরফে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ প্রমুখ। কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধায়ক মনোজ চক্রবর্তী, ঋজু ঘোষালরা। সেখানেই ঠিক হয়, শুধু বিধানসভা ভোটের লক্ষ্যে এই জোট এগোবে না। তার বদলে দু’দলের পতাকার নীচে একইসঙ্গে আন্দোলনে নামা হবে। তারই প্রথম কর্মসূচি হিসেবে ২৩ নভেম্বর কলকাতায় বড় মিছিল করবে জোট। শুধু শহরে নয়, জেলায় জেলায় জোটের বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দু’দলের নেতৃত্ব।

আরও পড়ুন: আলোচনার মাধ্যমে ‘বিক্ষুব্ধ’ শুভেন্দুর মন বোঝার চেষ্টা শুরু করেছে তৃণমূল

অন্য বিষয়গুলি:

CPIM Left Front Congress West Bengal Assembly Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy