তৈরিই ছিলেন। নির্বাচন পর্ব মিটে যেতেই ফের কলকাতার পুলিশ কমিশনার পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এডিজি (প্রশিক্ষণ) পদের দায়িত্বে পাঠানো হল সৌমেন মিত্রকে। শনিবারই নবান্ন থেকে জারি হয়ে গেল বিজ্ঞপ্তি।
নির্বাচনের ঠিক আগে রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন বিরোধীরা। সেই অভিযোগকে মান্যতা দিয়েই নির্বাচন কমিশন রাজীব কুমারকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল। সিপি-র পদের দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন মিত্রকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই বিষয়টিকে ভাল ভাবে নেননি। রাজীব কুমার-সহ বেশ কয়েকজন ঘনিষ্ট অফিসারকে বদলি করে দেওয়ায় নির্বাচন কমিশনের উপরে তোপও দেগেছিলেন তিনি। ভোট পর্ব মিটতেই আর দেরি করলেন না মমতা। নিজের শপথের আগেই লালবাজারের মাথায় ফিরিয়ে আনা হল রাজীবকে। সৌমেন মিত্রকে পাঠানো হল এডিজি (প্রশিক্ষণ) পদে, অনেকের মতোই যা আসলে ‘পানিশমেন্ট পোস্টিং’। এ দিন সন্ধেতেই সকলকে নমস্কার জানিয়ে লালবাজার থেকে বেরিয়ে যান সৌমেন মিত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy