Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Kanhaiya Kumar

কানহাইয়ার মঞ্চে ডাক কংগ্রেসকেও

দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তের জন্মশতবর্ষ উপলক্ষে বিধাননগরে একটি আলোচনা-সভার আয়োজন করছে সিপিআই।

কানহাইয়া কুমার।—ফাইল চিত্র।

কানহাইয়া কুমার।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ০৩:৫৬
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে কলকাতার আন্দোলনে এ বার শামিল হচ্ছেন কানহাইয়া কুমার। এ বারই প্রথম এ রাজ্যে তাঁর সঙ্গে একমঞ্চে থাকার কথা কংগ্রেসেরও।

দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তের জন্মশতবর্ষ উপলক্ষে বিধাননগরে একটি আলোচনা-সভার আয়োজন করছে সিপিআই। বিদ্যুৎ ভবনের প্রেক্ষাগৃহে আগামী ২৩ জানুয়ারি ওই সভায় সিপিআইয়ের তরুণ নেতা কানহাইয়ার পাশাপাশিই থাকার কথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। সেখানে বক্তা সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যও। ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার ডাক দিয়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট জনেদের উদ্যোগে সে দিনই আর একটি সভা রয়েছে ব্যারাকপুরে। খোলা মাঠে সেই সভাতেও বক্তা কানহাইয়া, সেলিম ও দীপঙ্করবাবু। সিপিআই নেতারা চেষ্টা চালাচ্ছেন, সময় পেলে পার্ক সার্কাসে নাগরিকদের অবস্থান কর্মসূচিতেও কানহাইয়াকে নিয়ে যাওয়ার। সিপিআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘দিল্লিতে ২০টি বিরোধী দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৩, ২৬ ও ৩০ জানুয়ারি নির্দিষ্ট কিছু কর্মসূচি হবে। তার পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগেও সিএএ, এনআরসি-র প্রতিবাদ চলবে। সিপিআইয়ের জাতীয় পরিষদের বর্ধিত অধিবেশন (মিনি প্লেনাম) উপলক্ষে কলকাতায় আগামী ২ ফেব্রুয়ারি দলীয় সমাবেশেও বক্তা কানহাইয়া।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy