প্রতীকী ছবি
এনআরসি বিরোধিতার সঙ্গে এ বার ভোটের প্রচারে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও তোপ দাগল তৃণমূল।
সোমবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়ে এলাকার উন্নয়নে দেবশ্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের নেতারা। কালিয়াগঞ্জের তৃণমূলের নির্বাচনী পর্যবেক্ষক তথা রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বক্তব্য, ‘‘তৃণমূলের নির্বাচনী প্রচারের প্রধান বিষয় এনআরসি। কারণ বিজেপি এ রাজ্যে এনআরসি লাগু করে রাজবংশী, সংখ্যালঘু-সহ বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের দেশছাড়া করার ছক কষেছে।’’ তিনি আরও বলেন, ‘‘তবে শুধু এনআরসির বিরুদ্ধে প্রচার চালালে তৃণমূলের দায়িত্ব শেষ হয় না। সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে গত ছ’মাসে দেবশ্রীর ভূমিকা কী, তা-ও কালিয়াগঞ্জবাসীর জানা দরকার।’’ এ দিন শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান রব্বানি।
এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দেবসিংহকে সঙ্গে নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা ও মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। এ দিন রাত পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ও বিধায়ক খগেশ্বর রায়ও কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা, বরুণা, ধনকৈল ও রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মিসভা, পাড়া বৈঠক করেন।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে দেবশ্রী রায়গঞ্জে এইমস, দিনে রাধিকাপুর থেকে কলকাতাগামী ট্রেন চালু, ডালখোলায় বাইপাস রাস্তা ছাড়াও একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। কিন্তু ছ’মাস কেটে গেলেও তিনি কোনও প্রতিশ্রুতি পালন করতে পারেননি।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রীর ফোন ‘নেটওয়ার্ক পরিষেবা সীমার বাইরে থাকায়’ এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে বিজেপির জেলা সম্পাদক তথা দেবশ্রীর ব্যক্তিগত সচিব অসীম চন্দের দাবি, ‘‘এত দিন তৃণমূল এনআরসি নিয়ে ভুল বুঝিয়েছে। মানুষ মিথ্যাচারের রাজনীতি বুঝতে পারছেন। এ বার তাঁদের নতুন করে বোকা বানাতে দেবশ্রীদির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে।’’ অসীমের দাবি, গত ছ’মাসে দেবশ্রীর সাংসদ কোটার ১ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দে কালিয়াগঞ্জে রাস্তাঘাট, শ্মশান, ভবন, পানীয় জলের পরিকাঠামো তৈরি-সহ ৩৩টি উন্নয়মূলক প্রকল্পের কাজ হয়েছে। সাংসদ অন্য প্রতিশ্রুতিগুলিও পূরণের চেষ্টা করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy