বিচারপতি বলেন, ‘‘আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’ গ্রাফিক— শৌভিক দেবনাথ।
তিনি নাকি ইস্তফা দেবেন! কলকাতা হাই কোর্ট চত্বরে এমন গুঞ্জনের মধ্যেই সটান যাবতীয় জল্পনার জবাব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ২টোর সময় এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি...! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’
কোন লড়াইয়ের কথা বলছেন বিচারপতি? গত ১৫ দিনে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশের কিছু অংশে স্থগিতাদেশ দিয়েছে। সেই সঙ্গে টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টিকেই বিচারপতি ‘লড়াই’ বলতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় নিয়েই মন্তব্য করেছেন বিচারপতি।
মঙ্গলবার প্রথমে বিচারপতি বলেন, ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। যত মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই বন্ধ হবে না।’’
এর পরেই তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। বিচারপতি বলেন, ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তবে একই সঙ্গে বিচারপতি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। অর্ডার আসুক। উত্তর দেব।’’
ঘটনাচক্রে মঙ্গলবার আদালতের প্রথমার্ধে এজলাসে বসেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। সম্ভবত তাঁর অনুপস্থিতি নিয়ে আদালত চত্বরে হওয়া কোনও জল্পনা কানে এসেছিল বিচারপতির। তা নিয়েই আদালতে এসে ক্ষোভ জানান তিনি। দুপুর ২টোর সময় এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটে গিয়েছে। কিন্তু আমি পদত্যাগ করছি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy