Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
State News

জেএনইউ কাণ্ডের আঁচে উত্তপ্ত বাংলাও, গোটা রাজ্যে দিনভর বিক্ষোভ

উত্তর থেকে দক্ষিণ, জেএনইউ কাণ্ডের প্রতিবাদে গোটা কলকাতাই মিছিল-নগরীর চেহারা নিল সোমবার। রাজ্য জুড়ে পথে নামল বিভিন্ন ছাত্র সংগঠন।

জেএনইউ-তে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা রয়টার্স-এর ছবি।

জেএনইউ-তে হামলার প্রতিবাদে গর্জে উঠলেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা রয়টার্স-এর ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৯:০৯
Share: Save:

গোটা বাংলায় আছড়ে পড়ল জেএনইউ কাণ্ডের ঢেউ। রাজ্য জুড়ে পথে নামল বিভিন্ন ছাত্র সংগঠন। প্রেসিডেন্সি, যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও বিক্ষোভরত পড়ুয়ারা নামলেন রাজপথে। বামেদের অন্যান্য গণসংগঠনও মিছিল করল শহরের বুকে। কোথাও কোথাও প্রতিবাদ মিছিলে শামিল হলেন বিশিষ্ট নাগরিকরাও। উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতাই মিছিল-নগরীর চেহারা নিল সোমবার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া রবিবার রাতেই পথে নেমেছিলেন। সে মিছিল থেকে বিজেপি তথা সঙ্ঘ পরিবারকে তীব্র ধিক্কার দেওয়া হয়। সোমবার যে কলকাতায় এবং রাজ্যের নানা প্রান্তে পথে নামা হবে, সে কথাও বিভিন্ন ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় ইউনিটগুলি এবং রাজ্য নেতৃত্ব সোমবার রাতেই জানিয়ে দেন।

কলেজ স্ট্রিট এবং সংলগ্ন এলাকাই এ দিন সবচেয়ে সরগরম থেকেছে জেএনইউ কাণ্ডের প্রতিবাদে। এসইউসিআই-এর ছাত্র সংগঠন ডিএসও এ দিন প্রতিবাদ মিছিল বার করে কলেজ স্ট্রিট থেকেই। পরে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিলও কলেজ স্ট্রিট এলাকা থেকেই শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেও এ দিন বড়সড় বিক্ষোভের আয়োজন হয়েছিল। এসএফআই এবং ছাত্র পরিষদ একসঙ্গে শামিল হয় সে বিক্ষোভে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে।

আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব’

সন্ধ্যায় কলেজ স্ট্রিট এলাকায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে। —নিজস্ব চিত্র।

প্রতিবাদে উত্তাল ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। বিক্ষোভের নেতৃত্বে ছিল এসএফআই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সুরকার দেবজ্যোতি মিশ্র, চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তদের মতো বিশিষ্ট নাগরিকরাও এ দিনের বিক্ষোভে শামিল হন। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে বিকেলে দিকে এই মিছিল শুরু হয়। ৮বি বাসস্ট্যান্ড, যাদবপুর থানা ঘুরে আবার বিশ্ববিদ্যালয় গেটে গিয়েই মিছিল শেষ হয়। বেশ কিছু ক্ষণ রাস্তাও অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক: মমতা ।। হিসেব বরাবর হচ্ছে: দিলীপ

সন্ধ্যায় ফের উত্তপ্ত হয় কলেজ স্ট্রিট এলাকা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সন্ধ্যায় সেটিই শুরু হয়। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে সে মিছিল এগোয় রাজ্য বিজেপির সদর দফতরের দিকে। তবে মুরলীধর সেন লেনে ঢোকার আগেই সে মিছিলকে আটকে দেয় পুলিশ। ফলে পুলিশের সঙ্গে এসএফআই কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

আরও পড়ুন: জেএনইউ-হামলা: নাৎসি জমানার সঙ্গে মিল পাচ্ছেন অভিজিৎ

কলেজ স্ট্রিট এলাকাতেও প্রতিবাদ-মিছিল। —নিজস্ব চিত্র।

সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি-সহ চারটি বামপন্থী মহিলা সংগঠনও এ দিন মিছিল করেছে জেএনইউ-এ হামলার প্রতিবাদে। দুপুর ২টো নাগাদ মৌলালি মোড় থেকে শুরু হয়ে চলে কলকাতা পুরসভা পর্যন্ত যায় সে মিছিল।

অন্য বিষয়গুলি:

JNU JNU VIOLENCE JNU ATTACK Jawaharlal Nehru University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy