Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গরিব ছাত্রদের বাড়তি সাহায্য দেবে যাদবপুর

কেন্দ্রের বিচারে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বাদশ স্থানে। এমন বিশ্ববিদ্যালয়ে অর্থের অভাবে কোনও পড়ুয়া পড়তে পারবেন না, সেটা মোটেই চাইছেন না কর্তৃপক্ষ। তাই অভাবী পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াচ্ছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:২৮
Share: Save:

কেন্দ্রের বিচারে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বাদশ স্থানে। এমন বিশ্ববিদ্যালয়ে অর্থের অভাবে কোনও পড়ুয়া পড়তে পারবেন না, সেটা মোটেই চাইছেন না কর্তৃপক্ষ। তাই অভাবী পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াচ্ছেন তাঁরা। যাদবপুরে পড়ুয়ার সংখ্য প্রায় ১১ হাজার। গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ১০০ জন পড়ুয়াকে অর্থসাহায্য দিয়েছিল। চলতি শিক্ষাবর্ষ থেকে তা পাবেন ১৮৬ জন। এ বছর প্রায় এক হাজার দরিদ্র পড়ুয়ার ফি মকুব করেছে যাদবপুর। দেওয়া হচ্ছে বিভিন্ন মেধাবৃত্তিও। পড়ুয়াদের পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ছাত্রাবাসের খরচ মকুবের ব্যবস্থাও রয়েছে। রয়েছে প্রাক্তনীদের বিভিন্ন সাহায্য প্রকল্প এবং বিভিন্ন সংস্থার সাহায্য। উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘বিপিএল কার্ড থাকলেই যে-কোনও অভাবী ছাত্রকে আমরা সাহায্য করি। পাশাপাশি রয়েছে অন্য সাহায্যও।’

অন্য বিষয়গুলি:

Jadavpur University Poor Students Facility
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE